সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী উত্তরপ্রদেশে (Uttar Pradesh) জমে উঠেছে যোগী বনাম অখিলেশ ডুয়েল। ক’দিন আগেই যোগীকে তোপ দেগে সমাজবাদী পার্টি (Samajwadi Party) নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav) বলেছিলেন, ভোটের প্রচারপত্র বিলি করে উত্তরপ্রদেশে করোনা ছড়াচ্ছে বিজেপি (BJP)। অখিলেশকে পালটা তোপ দাগেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বলেন, সমাজবাদী পার্টির নেতাদের টুপি রামভক্তদের রক্তে রাঙানো। বুধবার কার্যত যোগীকে হুঁশিয়ারি দিলেন অখিলেশ। বললেন, যোগীর বিরুদ্ধে বড় অপরাধের মামলা রয়েছে। ‘সপা’ ক্ষমতায় এলে ফের তদন্ত শুরু হবে।
এদিন অখিলেশ যাদব বলেন, “মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড়সড় অনেক অভিযোগ রয়েছে। যদি কেউ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন তবে নতুন করে তদন্তের অনুমতি দেব আমরা।” অখিলেশ জানিয়ে দেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে যেমন, তেমনই ভারতে অনেক আইনও রয়েছে।
ক্ষমতায় এলে অপরাধ দমনে পুলিশি ব্যবস্থায় বড় পরিবর্তন আনবেন বলেও জানিয়ে দেন অখিলেশ যাদব। জানান, তাঁর সরকার পুলিশের গাড়ির সংখ্যা দ্বিগুণ করবে। যাতে দ্রুত অপরাধ স্থলে পৌঁছতে পারে আইনরক্ষকরা।
ক’দিন আগেই সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদলের (Rashtriya Lok Dal) জোট নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। যোগী বলেন, “গর্মি শান্ত করবা দেঙ্গে” (গরম দেখানো বন্ধ করে দেবো)। এদিন অখিলেশ বলেন, “গর্মি খতম হো জায়েগি তো হাম লোক মর জায়েঙ্গে” (গরম শেষ হয়ে গেল তো মরে যাব)।
অখিলেশের দাবি, মানুষ সমাজবাদী পার্টিকে সমর্থন করছে দেখে ভীত বিজেপি। তাঁর কথায়, এবারের লড়াই ভারতীয় জনতা পার্টির সঙ্গে ভ্রাতৃ্ত্বের। যারা মন্দ চিন্তাভাবনা করে তাদের উৎখাত করতে চায় রাজ্যের সকলেই। আশাবাদ বনাম ভয়েরও নির্বাচন এবারে। কারণ বিজেপি মানুষকে ভয় দেখিয়ে ভোটে জিততে চাইছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.