সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়া কর্মীকে জুতোপেটা করা নিয়ে এবার মুখ খুললেন শিব সেনার রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাওয়াত৷ শুক্রবার, মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে রাওয়াত বলেন, শিব সেনা রবীন্দ্র গায়কোয়াড়ের আচরণের সমর্থন করে না৷ তবে প্রয়োজনে দলের নেতারা ‘হাত তুলবেন’৷
বৃহস্পতিবার, এক এয়ার ইন্ডিয়ার কর্মীকে জুতোপেটা করেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়৷ তারই প্রেক্ষিতে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন রাওয়াত৷ তবে গায়কোয়াড়কে একপ্রকার সমর্থন জানিয়েই তিনি বলেন, কেন ওই নেতা এমন ব্যবহার করতে বাধ্য হলেন তা জানা দরকার এবং ভবিষ্যতে যদি প্রয়োজন মনে করেন তবে দলের নেতারা হাত তুলতেই পারেন৷
এদিন, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেও তোপ দাগেন রাওয়াত৷ তিনি বলেন, গায়কোয়াড়ের বিরুদ্ধে অ্যাকশন নিতে যে তৎপরতা এয়ার ইন্ডিয়া দেখিয়েছে, যাত্রী পরিষেবার ক্ষেত্রে তা দেখতে পাওয়া যায় না৷ তবে আইন আইনের পথেই চলবে এবং অভিযুক্ত নেতার উপর দলীয় তদন্ত হবে বলেও জানিয়েছেন রাওয়াত৷
এয়ার ইন্ডিয়া কর্মীকে হেনস্তা করার জন্য শুক্রবার মহারাষ্ট্রের ওসমানাবাদের রবীন্দ্র গায়কোয়াড়ের টিকিট বাতিল করে দেয় ইন্ডিগো৷ এছাড়াও এয়ার ইন্ডিয়া-সহ একাধিক বিমানসংস্থা সাংসদের বিমানযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ তবে এ নিয়ে অনড় অভিযুক্ত শিব সেনা নেতা৷ তিনি জানিয়েছেন, কোনও মতেই তিনি ক্ষমা প্রার্থনা করবেন না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.