Advertisement
Advertisement
Mohan Yadav

জোর করে ধর্মান্তকরণের শাস্তি মৃত্যুদণ্ড! কড়া আইন আনার পথে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ

লাভ জেহাদ রুখতে সোজা মৃত্যুদণ্ডের দাওয়ায় বিজেপি শাসিত রাজ্যে।

Will punish forced religious conversion with death In Madhya Pradesh: Says CM Mohan Yadav

মুখ্যমন্ত্রী মোহন যাদব।

Published by: Subhajit Mandal
  • Posted:March 8, 2025 6:24 pm
  • Updated:March 8, 2025 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু জেল বা জরিমানা নয়। জোর করে ধর্মান্তকরণ বা লাভ জেহাদের শাস্তি সোজা মৃত্যুদণ্ড! আগামী দিনে আরও কড়া আইন এনে সেটা নিশ্চিত করা হবে। প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

২০২৩ বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগেই মধ্যপ্রদেশে ধর্মান্তকরণ রুখতে একটি অর্ডিন্যান্স পাশ করিয়েছিল তৎকালীন শিবরাজ সিং চৌহানের সরকার। সেই অর্ডিন্যান্সে বলা হয়, কেউ জোর করে ধর্মান্তকরণ করেছে প্রমাণ হলে, তাঁর ১০ বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে। পরে রাজ্যে বিজেপি সরকার পুনরায় নির্বাচিত হয়ে এলে সেই অর্ডিন্যান্সটিকেই বিল আকারে পেশ করা হয়। এবং সেটিকে আইনে পরিণত করা হয়।

Advertisement

তেইশে বিজেপি পুনরায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর কুরসিতে শিবরাজের বদলে বসেন মোহন যাদব। তাঁর রাজনীতির হাতেখড়ি আরএসএস থেকে। স্পষ্ট করে বলতে গেলে, মোহন যাদব স্পষ্টতই হিন্দুত্ববাদী রাজনীতিতে বিশ্বাসী। তিনি মনে করছেন, স্রেফ ১০ বছরের জেল ধর্মান্তকরণের মতো অপরাধের জন্য উপযুক্ত শাস্তি নয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সাফ বলে দিচ্ছেন, “যারা আমাদের নিরীহ মেয়েদের উপর অত্যাচার করে। যারা ওদের জোর করে ধর্ম বদলে দেয়, তাদের বেঁচে থাকার অধিকার নেই। তাই আমরা ধর্মীয় স্বাধীনতা আইনের মাধ্যমে জোর করে ধর্মান্তকরণের শাস্তি ১০ বছর থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে চলেছি।

ভিন্ন ধর্মে বিবাহ রুখতে বিজেপি শাসিত একাধিক রাজ্যে লাগু হয়েছে ‘লাভ জেহাদ’ বিরোধী আইন। তবে বিষয়টি নিয়ে এখনও বিস্তর বিতর্ক রয়েছে। ভিনধর্মে প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে কেউ আবদ্ধ হলে তাঁকে জোর করিয়ে ধর্মান্তকরণের মতো অভিযোগ উঠছে। আবার কোনও ক্ষেত্রে স্বেচ্ছায় কেউ ধর্মান্তরিত হয়েই প্রেমের সম্পর্ককে স্বীকৃতি দিচ্ছেন। কোন ক্ষেত্রে ঠিক কী ঘটছে, তা চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বোঝা সম্ভব নয় এখনও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement