Advertisement
Advertisement

Breaking News

Corona

‌মোদি কেন কোয়ারেন্টাইনে যাবেন না?‌ নিত্যগোপাল করোনায় আক্রান্ত হওয়ায় প্রশ্ন শিব সেনার

বৃহস্পতিবারই কোভিড পজিটিভ হন রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মহন্ত নিত্যগোপাল দাস।

'Will PM Modi follow quarantine rules?': Shiv Sena after Ram Janmabhoomi trust head tests COVID-19 positive
Published by: Abhisek Rakshit
  • Posted:August 16, 2020 3:41 pm
  • Updated:August 16, 2020 3:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি নিজেকে কোয়ারেন্টাইনে পাঠাবেন?‌ গত ১৩ আগস্ট কোভিড পজিটিভ হন রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস। এদিকে, ৫ আগস্ট রাম মন্দিরের ঐতিহাসিক ভূমিপুজোয় প্রধান অতিথি হিসেবে ছিলেন মোদি। দু’‌জনেই একই মঞ্চে ছিলেন। এমনকী হাতও ধরেছিলেন। আর এবার এই নিয়েই তাঁকে কটাক্ষ করল শিব সেনা। নিজেদের মুখপত্র ‘‌সামনা’–তে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রাখা হল, এবার কি তিনি নিজে কোয়ারেন্টাইনে যাবেন?‌ কারণ রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস করোনা পজিটিভ হয়েছেন এবং প্রধানমন্ত্রী তাঁর সংস্পর্শে এসেছিলেন। ‌

[আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ৫০ হাজার ছুঁইছুঁই, ২৪ ঘণ্টায় আক্রান্ত সাড়ে ৬৩ হাজার]

দেশে বেড়েই চলেছে সংক্রমণ। স্বাধীনতা দিবসের পরদিনই ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছিলেন সাড়ে ৬৩ হাজার। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তের সংস্পর্শে এলেই তাঁকে পাঠানো উচিত কোয়ারেন্টাইনে। আর সেই প্রেক্ষিতেই শিব সেনার এই বক্তব্য। সামনা–তে লেখা হয়েছে, ‘‌‘গত ৫ আগস্ট ‌রাম মন্দিরের ভূমিপুজোর দিন ৭৫ বছর বয়সি মহন্ত নিত্য দাস মঞ্চে ছিলেন। ওই সময় তাঁর মুখে কোনওরকম মাস্কও ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরএসএস প্রধান মোহন ভাগবতও। এমনকী মোদি নিত্যগোপাল দাসের হাতও ধরেছিলেন। তাহলে কী তিনি নিজে কোয়ারেন্টাইনে যাবেন না?‌’‌’‌ এর সঙ্গেই তাতে বলা হয়, ‘‌‘‌দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আক্রান্ত। সবে সেরে উঠেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিস্থিতিতে মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে সংসদের সমস্ত সদস্য যে কোনও সময় এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।’‌’

Advertisement

[আরও পড়ুন: ‘দেশ আপনাকে সবসময় মনে রাখবে’, অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদি-শাহর]

তবে শুধু শিব সেনা নয়, নিত্যগোপাল দাসের করোনা পজিটিভ হওয়ার খবর সামনে আসতেই বিরোধীদের মধ্যেও কেউ কেউ এই নিয়ে মোদিকে প্রশ্ন করেছিলেন। বলেছিলেন, এই অবস্থায় প্রধানমন্ত্রীর নিজেকে কোয়ারেন্টাইনে পাঠানো উচিত ছিল। ‌যদিও কোয়ারেন্টাইনে যাননি প্রধানমন্ত্রী। ৭৪তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পাশাপাশি লালকেল্লায় দেশবাসীর উদ্দেশে ভাষণও দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement