Advertisement
Advertisement
consent sex among minors

১৬ বছর বয়সেই মিলবে যৌনতায় সম্মতি দেওয়ার অধিকার? জল্পনার মধ্যে মুখ খুলল কেন্দ্র 

নাবালকদের যৌনতায় সম্মতির অধিকার নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধান বিচারপতিও।

Will not approve consent sex among minors, says Central Government | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:December 22, 2022 3:28 pm
  • Updated:December 22, 2022 3:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের সম্মতিতে যদি দুই অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি যৌনতার সম্পর্কে জড়ায়, তাহলে আইনের চোখে সেই সম্মতি মান্যতা পায় না। এহেন পরিস্থিতিতে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, প্রাপ্তবয়স্ক না হলেও দুই ব্যক্তি যদি নিজেদের সম্মতিতে যৌন সম্পর্কে (Minor Sex) জড়ায়, সেই ক্ষেত্রে বয়সের বিষয়টি খতিয়ে দেখা দরকার। কারণ পকসো আইনের আওতায় এহেন ঘটনার বিচার করা বেশ কঠিন হয়ে পড়েছে। কিন্তু প্রধান বিচারপতির এই পরামর্শ কার্যত উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। পরিষ্কার জানিয়ে দেওয়া হল, সম্মতিক্রমে যৌনতার জন্য আদালতের চোখে প্রাপ্তবয়স্কের সীমা কমানোর মানেই হয় না। 

রাজ্যসভায় সিপিআই নেতা বিনয় বিশ্বমও বলেছিলেন, সম্মতিক্রমে যৌনতার সম্পর্কে ১৬ বছর বয়সিদেরও প্রাপ্তবয়স্কের আওতায় আনা হোক। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) সাফ জানিয়ে দেন, বয়স কমানোর প্রশ্নই ওঠে না। ২০১২ সালে পকসো আইন অনুযায়ী, যৌন নির্যাতনের হাত থেকে শিশুদের রক্ষা করাই সরকারের লক্ষ্য। সেই আইনেই সাফ বলা হয়েছে, ১৮ বছরের নীচে সকলেই নাবালক। তাই সম্মতিক্রমে যৌন সম্পর্কের ক্ষেত্রে বয়স কমানোর প্রসঙ্গ নেই।

Advertisement

[আরও পড়ুন: ইডির হয়ে সাফাই দিতে গিয়ে অর্পিতাকে ‘মন্ত্রী’ বানালেন নির্মলা! রাজ্যসভায় বিতর্ক]

কিছুদিন আগেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেছিলেন, “১৮ বছরের কম বয়সিদের যৌন সম্পর্ক হলেই তাকে অপরাধ বলে ধরে নেওয়া হয়। কারণ, নাবালকদের মধ্যে যৌনতায় সম্মতি থাকলেও ভারতীয় আইনে তা গ্রাহ্য করা হয় না।” একটি অনুষ্ঠানে এই মত প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্মৃতি ইরানিও।

নাবালকদের মধ্যে যৌন সম্পর্ক নিয়ে নারী ও শিশু কল্যাণমন্ত্রীর মত, ১৮ বছরের কম বয়সি সকলেই নাবালক। তাই অপরাধের গুরুত্ব বুঝে তাদের সাজা দেওয়া হবে। কিন্তু বিশেষ কোনও ক্ষেত্রে যদি প্রশ্ন ওঠে, ওই ব্যক্তি নাবালক কিনা, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট আদালত। প্রসঙ্গত, কিছুদিন আগেই মেঘালয় হাই কোর্ট জানিয়েছিল, নাবালকদের মধ্যে প্রেমের সম্পর্কে যৌনতা থাকলে তাকে যৌন হেনস্তার পর্যায়ে ফেলা যায় না। কিন্তু সেই কথা মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। 

[আরও পড়ুন: ধর্মীয় পরিচয় লুকিয়ে বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ, নয়া আইন হরিয়ানায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement