Advertisement
Advertisement
বিজেপি

‘গান্ধীজিকে অপমান করেছে, ক্ষমা করব না’, প্রজ্ঞার নিন্দায় সরব প্রধানমন্ত্রী

প্রচারের শেষলগ্নে সাধ্বীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নরেন্দ্র মোদি৷

Will never forgive Sadhvi Pragya for insulting Gandhi, says PM Modi
Published by: Tanujit Das
  • Posted:May 17, 2019 5:07 pm
  • Updated:May 17, 2019 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের মরশুমে নাথুরাম গডসেকে নিয়ে সাধ্বী প্রজ্ঞার বিতর্কিত মন্তব্য যে বিজেপির অস্বস্তি বাড়িয়েছে, তা স্পষ্ট হল শুক্রবার৷ প্রচারের শেষ লগ্নে এই ইস্যুতে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কড়া ভাষায় সাধ্বী প্রজ্ঞার বক্তব্যের সমালোচনা করলেন তিনি৷ পরিষ্কার জানালেন, গান্ধীজিকে নিয়ে ভোপালের বিজেপি প্রার্থী যে মন্তব্য করেছেন, তা ক্ষমার অযোগ্য৷

[ আরও পড়ুন: ‘খাকি প্যান্টের মতোই গডসে আরএসএসের পরিচয়বাহক’, বিতর্কিত মন্তব্য আজম খানের ]

Advertisement

শুক্রবার শেষদিনের প্রচারে সাধ্বী ইস্যুতে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানান, ‘‘গান্ধীজিকে অপমান করায়, আমি কোনওদিন প্রজ্ঞা ঠাকুরকে ক্ষমা করতে পারব না৷’’ কিন্তু কয়েকদিন আগেও এই সাধ্বী প্রজ্ঞারই পাশে দাঁড়াতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বীকে ভোপাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করলে, যখন চরম বিতর্ক তৈরি হয়, তখন সাধ্বীর সমর্থনে কথা বলেন প্রধানমন্ত্রী৷ বিরোধীদের কড়া জবাব দিয়ে তিনি জানান, ‘‘৫ হাজার বছরের পুরনো সভ্যতাকে যাঁরা সন্ত্রাসবাদের তকমা দিয়েছে, সাধ্বী তাঁদেরকে দেওয়া একটা উত্তর৷’’ কিন্তু এবার সেই সমর্থন তুলে নিলেন নরেন্দ্র মোদি৷ রাজনৈতিক মহলের মতে, প্রচারের শেষলগ্নে প্রধানমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ তার অন্যতম কারণ, গান্ধীজির আবেগ৷

[ আরও পড়ুন: মোদির থেকে অমিতাভ বচ্চনকে প্রধানমন্ত্রী করা ভাল, মন্তব্য প্রিয়াঙ্কার ]

ঘটনার সূত্রপাত, দক্ষিণী অভিনেতা তথা এমএনএম প্রধান কমল হাসানের একটি মন্তব্যকে কেন্দ্র করে৷ তামিলনাড়ুর একটি জনসভায় গডসেকে ‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী ’ বলে দাবি করেন তিনি৷ কমল হাসানের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই গডসেকে ‘দেশভক্ত’ বলে পালটা দাবি করেন স্বাধ্বী৷ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা৷ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে আক্রমণ করেন ভোপাল লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং। বিজেপিকে আক্রমণ করেন অন্যান্য কংগ্রেস নেতারাও। চাপে পড়ে অবশেষে বিজেপির উত্তরপ্রদেশের মিডিয়া ইনচার্জ লোকেন্দ্র পরাসর জানান, নাথুরাম গডসে সম্পর্কে সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর যা বলেছেন, সেটি তাঁর ব্যক্তিগত মতামত। বিজেপি তাঁর মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে না৷ এরপরই ক্ষমা চান প্রজ্ঞা৷ জানান, পার্টির সিদ্ধান্তই, তাঁর সিদ্ধান্ত৷ উল্লেখ্য, ইতিমধ্যেই দলের যে সমস্ত নেতা গডসেকে নিয়ে মন্তব্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিজেপি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement