তবে কি নির্বাচনের আগে আবারও সার্জিকাল স্ট্রাইক করবে ভারত?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ও সেদেশে বেড়ে ওঠা সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে চরম হুঁশিয়ারি দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ কড়া ভাষায় জানিয়ে দিলেন, পুলওয়ামার ভয়ংকর নাশকতার কথা এখনও দগদগে ঘা-এর মতো ব্যথা দিচ্ছে দেশবাসীকে৷ ভারতবাসী সেকথা ভুলে যায়নি৷ আবারও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে নয়াদিল্লি৷ যারা এখনও সন্ত্রাসীদের মদত দিয়ে চলেছে তালিকা থেকে বাদ পড়বে না তারাও৷
[‘নামের আগে পাপ্পু যোগ করুন’, রাহুলকে কটাক্ষ বিজেপি নেতার ]
সিআরপিএফের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতের বীর জওয়ানদের আত্মত্যাগের কথা তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা৷ দেশকে রক্ষা করতে অতন্দ্র প্রহরীরা কীভাবে জীবনপাত করছেন তাও তুলে ধরেন অজিত দোভাল৷ বলেন, ‘‘যখনই কোনও স্থানে বাহিনীকে পাঠানোর প্রয়োজন হয়৷ সবার প্রথম আমাদের মাথায় আসে সিআরপিএফের কথা৷ দেশের অন্যতম বিশ্বাসযোগ্য বাহিনী এটি৷ যা অর্জন করতে কয়েক বছর লেগেছে৷’’ এরপরই পাকিস্তানে বেড়ে ওঠা সন্ত্রাসবাদী সংগঠনগুলির উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দেন তিনি৷ জানান, ‘এই দেশ এখনও পুলওয়ামার ঘটনা ভোলেনি আর ভুলবেও না৷ যথা সময়ে আবারও ব্যবস্থা নেওয়া হবে৷ জঙ্গিদের শায়েস্তা করার পাশাপাশি, তাদের আশ্রয়দাতাদেরও শিক্ষা দেওয়া হবে৷’
[চৌকিদারের পালটা, নামের আগে ‘বেরোজগার’ শব্দটি জুড়লেন হার্দিক প্যাটেল]
গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলা করে এক জইশ জঙ্গি৷ শহিদ হন ৪৯ জন সিআরপিএফ জওয়ান৷ এই ঘটনার বারো দিনের মাথায় পাক ভূমিতে এয়ারস্ট্রাইক করে ভারতের বায়ুসেনা৷ প্রত্যাঘাতে গুঁড়িয়ে দেওয়া হয় বালাকোটে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির৷ যা নিয়ে তীব্র হয় টানাপোড়েন৷ তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মুখে ফের প্রত্যাঘাতের কথা শুনে, ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা৷ তবে কি নির্বাচনের আগে আবারও স্ট্রাইক করবে ভারত? তুঙ্গে চর্চা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.