Advertisement
Advertisement

Breaking News

অর্থনীতি

‌‘‌তিন বছরে অর্থনীতির হাল খারাপ কেন?‌’‌ নির্মলাকে ‘ঈশ্বরের দূত’ নাম দিয়ে প্রশ্ন চিদম্বরমের

বর্তমান অর্থমন্ত্রীকে কটাক্ষ প্রাক্তনের।

Published by: Abhisek Rakshit
  • Posted:August 29, 2020 2:42 pm
  • Updated:August 29, 2020 3:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ বর্তমানকে কটাক্ষ প্রাক্তনের। করোনা আসলে ‘‌অ্যাক্ট অব গড’, আর এর কারণেই কমেছে দেশের অর্থনীতি (Economy)। GST আদায়ে ঘাটতি দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে এমনই মন্তব্যই করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। সেই প্রসঙ্গেই পালটা খোঁচা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের। নির্মলাকে ‘‌ঈশ্বরের দূত’ আখ্যা দিয়ে চিদম্বরমের প্রশ্ন, সরকারের পরিকল্পনার অভাবে করোনার আগের তিন বছর কীভাবে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল, সে ব্যাপারে আলোকপাত করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?‌

[আরও পড়ুন: মাত্র ১ টাকায় মিলবে স্যানিটারি প্যাড! ১২ হাজার কোটি টাকার প্রকল্প আনছে মোদি সরকার]

সম্প্রতি পশ্চিমবঙ্গ–সহ বেশ কয়েকটি রাজ্য জিএসটি বাবদ কেন্দ্রের কাছে নিজেদের পাওনা টাকার ব্যাপারে দরবার করে। তারপরই বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পৌরহিত্যে ৪১তম জিএসটি কাউন্সিলের বৈঠক বসে। সেই বৈঠকের পরই সাংবাদিক সম্মেলনে এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, করোনাকে ‘‌অ্যাক্ট অব গড’‌ বা ঈশ্বরের কীর্তি বলে আখ্যা দেন। পাশাপাশি বলেন, এই করোনার কারণেই জিএসটি আদায়ে ঘাটতি দেখা দিয়েছে। আর এই মহামারীর কারণেই দেশের অর্থনীতিও মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি হিসেব পেশ করে জানান, করোনার ধাক্কায় চলতি অর্থবর্ষে জিএসটি ঘাটতি ২.৩৫ লক্ষ কোটি টাকায় দাঁড়াবে। আর সেই ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রাজ্যগুলিকে দু’টি বিকল্প প্রস্তাব দিয়েছে GST কাউন্সিল।

Advertisement

[আরও পড়ুন: প্রতিষেধক ছাড়া গতি নেই, টিকার সন্ধানে এবার মার্কিন সংস্থার সঙ্গে কথা মোদি সরকারের]

এদিকে, নির্মলার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক দেখা দেয়। আর শনিবার সেই প্রসঙ্গে টুইটারে নির্মলাকে তীব্র খোঁচা চিদম্বরমের। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইটে লেখেন, ‘‌‘‌করোনা যদি অ্যাক্ট অব গড হয়, তাহলে ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবর্ষে দেশের অর্থনীতি নিয়ে কেন্দ্র যে পরিকল্পনাহীনতায় ভুগেছে, সেটাকে কীভাবে ব্যাখ্যা করব?‌ ‘‌ঈশ্বরের দূত’‌ দয়া করে বলবেন?‌’‌’‌‌‌

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub