অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। মঙ্গলবার কেন্দ্র সাফ জানিয়েছে, এ দেশে অবৈধ ভাবে প্রবেশ করে ঘাঁটি গাড়া রোহিঙ্গা মুসলিমদের সনাক্তকরণের কাজ চলছে এবং তাদের গ্রেপ্তার করে দেশ থেকে বিতাড়িত করা হবে।
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহের্ষি এই বিষয়ে নয়া দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করতে কী পদক্ষেপ নেওয়া হবে তাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জম্মু কাশ্মীরের মুখ্য সচিব, ডিজিপি, বিএসএফের আধিকারিকরা ও গোয়েন্দা অফিসাররা বৈঠকে ছিলেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি রোহিঙ্গাদের সঙ্গে জঙ্গি সংগঠনগুলির যোগ থাকার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না। তারা মনে করছে ভারতীয় মুসলিমদের থেকে ওই রোহিঙ্গাদের মধ্যে সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ার অধিক সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ও মায়ানমার থেকে আশা অনুপ্রবেশকারীদের বোঝা দীর্ঘদিন থেকে বইছে ভারত। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য-অসম, ত্রিপুরায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দৌলতে বিপন্ন ভূমিপুত্ররা। সম্প্রতি, সুপ্রিম কোর্ট দেশ থেকে অবৈধ বাংলাদেশি বিতাড়িত করার আদেশ দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.