সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “যথা সময়ে নিজেদের কাজ শেষ না করলে সরকারি কর্মীদের উলটো করে ঝুলিয়ে দেওয়া হবে।” শনিবার ভোপালের বিজেপির রাজ্য কমিটির বৈঠকে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর এমন মন্তব্য ঘিরে উঠেছে বিতর্কের ঝড়।
অধিকাংশ সরকারি অফিসের কাজের ধারা নিয়েই ক্ষোভ প্রকাশ করে থাকে সাধারণ মানুষ। দিনের পর দিন টেবিলের উপর পড়ে থাকে ফাইল। পুরু ধুলো জমে গেলেও সেসব ফাইলে হাত পড়ে না। ফলে আটকে থাকে আম আদমির নানা প্রয়োজনীয় নথি। আর সে বিষয়ে কড়া হতে গিয়েই এমন মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে বুন্দেলখন্ডের এক নেতা রাজস্ব দপ্তরের কর্মীদের কাজে ঢিলেমির প্রসঙ্গ তোলেন। এবং মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ জানান। তারপরই শিবরাজ সিং চৌহান বলেন, “রাজস্ব সংক্রান্ত জরুরি ফাইল যদি এক মাসেরও বেশি সময় ধরে পড়ে থাকে, তাহলে অফিস কর্মীদের উপরে পা ও নিচে মাথা করে ঝুলিয়ে দেওয়া হবে।” এমন বিতর্কিত মন্তব্যের পরই মুখ্যমন্ত্রীকে একহাত নেন বিরোধীরা। তাঁদের মতে, সরকারি কর্মীকে সতর্ক করার জন্য এমন ভাষা প্রয়োগ করা মুখ্যমন্ত্রীর উচিত হয়নি। কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ডিয়ার বক্তব্য, “রাজস্ব ও কৃষি বিভাগে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে। বিজেপি-র কিছু ভুল পদক্ষেপের জন্যই কৃষকরা দুর্ভোগে পড়ছেন। আর তার জন্য মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের দুষছেন। শিবরাজের কথাতেই স্পষ্ট, নিজেদের ব্যর্থতা ঢাকতে কতটা মরিয়া হয়ে উঠেছেন।”
এদিকে শিবরাজ সিং চৌহান সত্যিই এই মন্তব্য করেছেন কিনা, সে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি বিজেপি নেতারা। রাজ্য বিপেজি মুখপাত্র রজনীশ আগরওয়াল বলেন, মুখ্যমন্ত্রী কৃষকদের ভাল-মন্দ নিয়ে অত্যন্ত চিন্তিত। তিনি জানিয়ে দিয়েছেন, কৃষকদের রাজস্ব সংক্রান্ত সমস্ত জরুরি কাজ সময়ের মধ্যে শেষ না করলে সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.