Advertisement
Advertisement

Breaking News

ত্রিপুরাতেও এনআরসি করার ইঙ্গিত মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের

মন্তব্যে বিতর্ক সৃষ্টি হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের৷

Will Go For Citizens List If It Succeeds In Assam: Biplab Deb
Published by: Sayani Sen
  • Posted:October 7, 2018 10:47 am
  • Updated:October 7, 2018 10:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত মন্তব্য করে বারবারই শিরোনামে আসেন তিনি৷ আবারও মুখ খুলে অস্বস্তি বাড়ালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ ত্রিপুরাতেও এনআরসি করা হতে পারে বলে মন্তব্য করেন তিনি৷ রাজনীতির রং লাগা এনআরসি নিয়ে অসম, পশ্চিমবঙ্গ-সহ নানা রাজ্যেই বিক্ষোভ তৈরি হয়েছে৷ এই পরিস্থিতিতে বিপ্লব দেবের মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি হবে বলে মত ওয়াকিবহাল মহলের৷

[‘বন্দে মাতরম্’ বললেই শাস্তির খাঁড়া নেমে আসছে উত্তরপ্রদেশের এই স্কুলে]

অসমে যে বাংলাদেশিরা বেআইনিভাবে বাস করছে, তাদের চিহ্নিত করতে জাতীয় নাগরিকপঞ্জি সাহায্য করবে বলে কেন্দ্রীয় সরকার মনে করে। অসমে ওই নাগরিকপঞ্জির খসড়া প্রকাশিত হয়েছে গত ৩০ জুলাই। তাতে ৪০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তা নিয়ে শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন৷ দেশ ভাগের চক্রান্ত করতেই বিজেপি সরকার এনআরসি প্রকাশ করেছে বলেও অভিযোগ করেন বিরোধীরা৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবির৷ এই প্রসঙ্গে প্রথমে মুখ খুলতে রাজি হননি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ এনআরসি-র মাসতিনেক পর আবারও এই ইস্যুতে মুখ খুললেন তিনি৷ বিপ্লব দেব বলেন, ‘‘অসমে কী ঘটছে, সেদিকে সকলে লক্ষ রাখছে। কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট এবং দেশের মানুষ, সবাই দেখছে এনআরসি সফল হয় কিনা। জাতীয় নাগরিকপঞ্জি করে অসম সরকার যদি সফল হয়, তাহলে ত্রিপুরাতেও তা করা হবে।’’ বিপ্লব দেব বলেছেন, ‘‘এনআরসি হবে কিনা স্থির করবে কেন্দ্রীয় সরকার। যদি কেন্দ্র এমন আইন পাশ করে আমি ত্রিপুরায় তা প্রয়োগ করব।’’ 

Advertisement

গত বৃহস্পতিবার ন্যাশনালিস্ট পার্টি অফ ত্রিপুরা নামে একটি দলের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন। ত্রিপুরায় এনআরসি করার দাবি জানান তাঁরা। রাজনাথ অবশ্য তাঁদের কোনও প্রতিশ্রুতি দেননি। এনআরসি নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ-সহ দেশের নানা রাজ্যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় বিপ্লব দেবের মন্তব্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement