Advertisement
Advertisement

পাঁচের মধ্যে চার রাজ্যে সরকার গড়বে বিজেপি: অমিত শাহ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুর – চার রাজ্যেই সরকার গড়বে বিজেপি। দলীয় বৈঠকে ঠিক হবে, কোন রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন। শনিবার পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গো-বলয়ে জিতে কী বললেন অমিত শাহ, পড়ুন নির্যাস-আরও পড়ুন:নিজেই নিজেকে চাবুকের মার! অভিনব প্রতিবাদ তামিলনাড়ুর […]

will form government in manipur and goa as well, says amit shah
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 11, 2017 10:31 am
  • Updated:March 11, 2017 10:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুর – চার রাজ্যেই সরকার গড়বে বিজেপি। দলীয় বৈঠকে ঠিক হবে, কোন রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন। শনিবার পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গো-বলয়ে জিতে কী বললেন অমিত শাহ, পড়ুন নির্যাস-

  • উত্তরপ্রদেশে বিজেপির এই জয় ঐতিহাসিক।
  • এই জয় স্বাধীনতার পর সবচেয়ে বড় ব্যবধানে জয়।
  • উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপির ম্যাজিক ফিগার রয়েছে। গোয়া ও মণিপুরেও সরকার গড়তে অসুবিধা হবে না।
  • পাঞ্জাবেও ভাল করেছে বিজেপি।
  • এই জয় মানুষের, এই জয় নরেন্দ্র মোদির জয়।
  • তিন বছরে মোদি সরকার গরিবারের কল্যাণে কাজ করেছে।
  • মোদিজির নেতৃত্বে দেশের গরিব, দলিত মানুষরা এগিয়ে যাচ্ছেন।
  • বিরোধীদেরও মানতে হবে, স্বাধীনতার পর মোদিই দেশের জনপ্রিয়তম নেতা।
  • নির্বাচনের সময় মোদির উপর বিভ্রান্তিকর দোষ চাপানো হয়েছিল। যার যোগ্য জবাব দিয়েছেন মানুষ।
  • ধীরে ধীরে ভারতীয় রাজনীতি থেকে জাতিভেদ, পরিবারতন্ত্রের বোঝা সরে যাবে।
  • মানুষের পক্ষে কাজ করলেই মানুষ ভোট দেবেন।
  • উত্তরপ্রদেশের ডবল ডিজিট গ্রোথ না হলে দেশেরও ডবল ডিজিট গ্রোথ হবে না।
  • মোদির নেতৃত্বে বিকাশের নয়া যুগ শুরু হবে উত্তরপ্রদেশে।
  • ইভিএমে কারচুপির অভিযোগের জবাব: “মায়াবতীজির মনোভাব বুঝতে পেরেছি। তাঁর মানসিক অবস্থা বুঝতে পারছি। আমি পাল্টা কোনও কথা বলব না।”

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement