Advertisement
Advertisement
supreme court

ফাঁসির বদলে যন্ত্রণাহীন মৃত্যুদণ্ডের ভাবনা, সুপ্রিম কোর্টে কমিটি গড়ার সিদ্ধান্ত জানাল কেন্দ্র

ফাঁসির সাজা পুরোপুরি বাতিলের দিকে এগোচ্ছে দেশ।

Will Examine less painful death penalty method than hanging, will examine, centre tells supreme court | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 2, 2023 4:22 pm
  • Updated:May 2, 2023 4:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাঁসির মতো নিষ্ঠুর, যন্ত্রণাদায়ক পদ্ধতি নয়, মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে নতুন কোনও পদ্ধতি ব্যবহার করা যায় কিনা, সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্র। মঙ্গলবার শীর্ষ আদালতে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমনি জানালেন, এ বিষয়ে চিন্তাভাবনা করার জন্য একটি কমিটি গড়তে চলেছে কেন্দ্র।

মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধীদের ফাঁসির সাজা বাতিলের দাবিতে একটি আরজি দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মামলাকারী ঋষি মালহোত্রার দাবি, আইন কমিশনের রিপোর্টেই বলা হয়েছে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মারাটা নিষ্ঠুর এবং যন্ত্রণাদায়ক। তাই অপরাধীদের বিকল্প কোনও যন্ত্রণাহীন মৃত্যুদণ্ড দেওয়া হোক। বিকল্প হিসাবে, ইঞ্জেকশন, গুলি করে মারা বা ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার মতো পদ্ধতির চিন্তাভাবনা করা হোক।

Advertisement

[আরও পড়ুন: ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে বজরং দল! কর্ণাটকের ইস্তেহারে ঘোষণা কংগ্রেসের]

মামলাকারীর এই দাবিকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে সুপ্রিম কোর্ট। গত ২১ মার্চের শুনানিতে কেন্দ্রকে এ বিষয়ে চিন্তাভাবনার পরামর্শ দেওয়ার পাশাপাশি তথ্যনিষ্ঠ কোনও গবেষণার তথ্য পাওয়া সম্ভব কিনা সেটাও জানতে চায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। জবাবে কেন্দ্র এদিনে জানিয়ে দিল, মৃত্যুদণ্ডের অন্য যন্ত্রণাহীন বিকল্প পন্থা খুঁজতে কেন্দ্র একটি কমিটি গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, সেই কমিটি ঠিক কবে থেকে কাজ শুরু হবে, সেটা গরমের ছুটির পরই জানানো সম্ভব হবে। কেন্দ্রের এই বক্তব্য শোনার পর মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ৪ মাস ধরে অধ্যাপিকাকে যৌন হেনস্তার অভিযোগ, FIR ডিনের বিরুদ্ধে]

ভারতে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের সাজা দেওয়াটা ব্রিটিশ আমলের পদ্ধতি। সেই পদ্ধতি বদলের ব্যাপারটা যে সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়ে ভাবছে সেটা বোঝা গিয়েছে আগের শুনানিতেই। বিষয়টি যে কেন্দ্রও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে, সেটা বোঝা যাচ্ছে কেন্দ্রের অবস্থানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement