Advertisement
Advertisement

আজ রাত থেকেই এটিএমে উপচে পড়বে নতুন নোট

বেতনের ধাক্কা সামলাতে তৈরি কেন্দ্র৷

Will ensure new notes supply in ATMS to fight salary day, Says Centre
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 30, 2016 5:32 pm
  • Updated:November 30, 2016 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা ডিসেম্বর থেকে চাকুরিজীবীদের বেতনের ধাক্কা সামলাতে তৈরি কেন্দ্র৷ বুধবার সন্ধ্যা থেকেই সব এটিএমে পর্যাপ্ত নতুন নোট পাঠানো হবে৷ যাতে কারও বেতনের টাকা তুলতে অসুবিধা না হয়৷ বাড়ানো হবে ১০০, ৫০০ ও ২০০০ টাকার নোটের জোগান, জানাল কেন্দ্র৷ ৩০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত সব ব্যাঙ্ক-এটিএমে বাড়বে নতুন নোটের জোগান৷ ৫০০ টাকার নোটের জোগান বাড়াতে অতিরিক্ত নজরদারি চলবে৷ বেতনের জন্য শেষ দুদিনে নগদের কড়াকড়ি বেড়েছে এ কথা মেনে নিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নগদের জন্য কারও অসুবিধা হবে না৷ অন্যদিকে, আজ থেকেই সংসদে ক্যাশলেস ক্যান্টিন চালু হল৷ লোকসভার স্পিকার এই পরিষেবার উদ্বোধন করেন, জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই৷

পাশাপাশি, নোট বাতিল ঘোষণার পর জন ধন অ্যাকাউন্টে হঠাত্‍ বিপুল পরিমাণে টাকা জমা পড়ার হিড়িক দেখে বিধিনিষেধ আরোপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ বুধবার আরবিআই-এর তরফে জানানো হয়েছে, যেসব গ্রাহক কেওয়াইসি (নো ইওর কাস্টমার) ফর্ম পূরণ করেছেন তাঁরা জন ধন অ্যাকাউন্ট থেকে মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা তুলতে পারবেন৷ বিশেষ কারণ দেখিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের অনুমতি পেলে আরও ১০ হাজার টাকা তুলতে পারবেন৷ কেওয়াইসি ফর্মে গ্রাহক তাঁর সমস্ত নথি-তথ্য দিয়ে রাখেন৷ যার বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেয় ব্যাঙ্কগুলি৷ তবে কেওয়াইসি ফর্ম পূরণ করা না থাকলে গ্রাহকরা মাসে শুধুমাত্র ৫ হাজার টাকা তুলতে পারবেন৷ তবে ৯ নভেম্বরের পর যাঁরা জন ধন অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছেন শুধু তাঁদের উপরেই এই নিয়ম জারি করা হল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement