Advertisement
Advertisement

দিল্লিতে পতিতাবৃত্তি বন্ধ করাই টার্গেট, পথে নামছেন স্বাতী মালেওয়াল

সময় লাগবে, তবে রাজধানী পতিতামুক্ত হবে বলেই আশা স্বাতীর৷

Will end flesh trade in Delhi, says CWC chairman Swati Maliwal
Published by: Saroj Darbar
  • Posted:July 25, 2018 3:21 pm
  • Updated:July 25, 2018 3:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকা ধর্ষণে ফাঁসির সাজা চেয়ে টানা অনশন করেছিলেন৷ দাবি আদায় হওয়ার পরই অনশন প্রত্যাহার করেছিলেন৷ এবার রাজধানীতে পতিতাবৃত্তি বন্ধ করতে উদ্যোগী হলে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালেওয়াল৷

বিছানায় প্রস্রাব, শিশুকন্যাকে গরম হাতা দিয়ে ছেঁকা সৎ মায়ের ]

Advertisement

মহিলাদের উপর অত্যাচারে যদি সবথেকে এগিয়ে থাকে উত্তরপ্রদেশ, তবে দিল্লিও কিছু কম যায় না৷ নির্ভয়া কাণ্ড ঘটেছিল রাজধানীর বুকেই৷ তারপরও অবশ্য নির্যাতন কমার কোনও লক্ষন নেই৷ বরং দিনে দিনে রাজধানী মহিলাদের কাছে বিভীষিকায় পরিণত হয়েছে৷ মেট্রো স্টেশনে শ্লীলতাহানি হওয়া থেকে প্রকাশ্যে হেনস্তা কোনওকিছুই বাকি থাকে না৷ প্রায় প্রত্যেকদিনই কোনও না কোনও ঘটনা খবরের শিরোনামে উঠে আসে৷ মহিলা কমিশনের প্রধান হিসেবে এই ধরনের ঘটনা প্রতিহত করতে যথাসম্ভব আন্দোলনে নামেন স্বাতী৷ দেশবাসী তাঁকে এ কারণে শ্রদ্ধার চোখেই দেখে৷ কিছুদিন আগে নাবালিকা ধর্ষণে ফাঁসির সাজা চেয়ে রাজঘাটে আমরণ অনশনে বসেন স্বাতী৷ সে দাবি আদায়ও হয়৷ এবার তাঁর টার্গেট, রাজধানীকে পতিতামুক্ত করা৷ তিনি বলেন, দিল্লিতে পতিতাবৃত্তি ক্রমাগত বাড়ছে৷ তাঁর মতে, দাসত্বের নিকৃষ্টতম পদ্ধতি হচ্ছে পতিতাবৃত্তি৷ এবং নারীপাচার বাড়ছে এই ব্যবসার ফলেই৷ নাবালিকাদের চুরি করে এনে বিক্রি করে দেওয়া হচ্ছে পতিতালয়ে৷ একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা অপহৃত নাবালিকাদের উদ্ধার করে হোমে পাঠাচ্ছে৷ পতিতাদের বিকল্প জীবিকার ব্যবস্থাও করছে৷

কিন্তু এইভাবে পতিতাবৃত্তির মতো বিরাট ব্যবসার শৃঙ্খল ভাঙা যায় না৷ এবার নির্দিষ্ট কিছু পন্থা বের করতেই পথে নামলেন স্বাতী৷ কী করা যায় তা নিয়ে এমসিডি-র সঙ্গে যোগাযোগ করেছেন তিনি৷ কুখ্যাত জি বি রোডে পতিতালয়গুলির মালিক ঠিক কারা তা জানার জন্য ইলেকট্রিসিটি বোর্ডের সঙ্গেও যোগাযোগ করেছেন৷ তাঁর মতে, পতিতাবৃত্তি যদি আইনসিদ্ধ করা হয় তবে গরিব মহিলাদের সম্মান নিয়ে বাঁচার আর কোনও উপায় থাকবে না৷ তবে এই কাজ বন্ধ করাও এত সহজ নয়৷ সে কথা ভালই জানেন স্বাতী৷ কারণ অনেকের স্বার্থ জড়িয়ে আছে৷ তবে সময় নিয়ে ধীরে ধীরে কীভাবে দিল্লিকে পতিতামুক্ত করা যায়, সে পথ খুঁজতেই তিনি নেমেছেন  বলে জানান স্বাতী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement