Advertisement
Advertisement

‘মাস্টারস্ট্রোক’ দিয়েই মুখ্যমন্ত্রীর ইনিংস শুরু যোগী আদিত্যনাথের

প্রথম সাংবাদিক বৈঠকেই কী বোমা ফাটালেন উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী?

Will deliver on promises, says UP CM Yogi Adityanath
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 19, 2017 2:01 pm
  • Updated:March 20, 2017 5:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর প্রথম সাংবাদিক বৈঠকেই যোগী আদিত্যনাথ বুঝিয়ে দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর উপর উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়ে কোনও ভুল করেননি৷ নয়া মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, এতদিন ধরে দুর্নীতি, দুর্বল প্রশাসনিক সিদ্ধান্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সাধারণ মানুষকে যে দুর্ভোগে পড়তে হয়েছে, সেই যুগ উত্তরপ্রদেশে খতম৷ লোক কল্যাণের জন্য কাজ করবে নয়া সরকার৷ এর আগে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি উত্তরপ্রদেশের মানুষকে আশ্বাস দেন, ‘টিম যোগী’ তাঁদের রাজ্যকে ‘উত্তম রাজ্য’ করে তুলবে৷

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, “সমাজের সর্বস্তরের মানুষের জন্য সমানভাবে কাজ করবে নতুন রাজ্য সরকার৷ কারও পক্ষে বা বিরুদ্ধে নয়, সকলকে নিয়ে চলবে প্রশাসন৷” সরকার যে কোনও ভুল করলে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে পারবেন বলেও এদিন জানিয়েছেন যোগী আদিত্যনাথ৷

প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ সবকা বিকাশ’ মন্ত্রেই চলবে রাজ্য, বলেছেন মুখ্যমন্ত্রী৷ ভোটের সময় রাজ্যের মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলির যথাযথ পালন করবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ৷ আশ্বাস দিয়েছেন, রাজ্যে আরও নতুন কর্মসংস্থানের বন্দোবস্ত করবেন৷

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement