সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর প্রথম সাংবাদিক বৈঠকেই যোগী আদিত্যনাথ বুঝিয়ে দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর উপর উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়ে কোনও ভুল করেননি৷ নয়া মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, এতদিন ধরে দুর্নীতি, দুর্বল প্রশাসনিক সিদ্ধান্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সাধারণ মানুষকে যে দুর্ভোগে পড়তে হয়েছে, সেই যুগ উত্তরপ্রদেশে খতম৷ লোক কল্যাণের জন্য কাজ করবে নয়া সরকার৷ এর আগে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি উত্তরপ্রদেশের মানুষকে আশ্বাস দেন, ‘টিম যোগী’ তাঁদের রাজ্যকে ‘উত্তম রাজ্য’ করে তুলবে৷
we will fulfil all the promises we have made to the people of the state: UP CM pic.twitter.com/yUg8cODG9X
— ANI UP (@ANINewsUP) March 19, 2017
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, “সমাজের সর্বস্তরের মানুষের জন্য সমানভাবে কাজ করবে নতুন রাজ্য সরকার৷ কারও পক্ষে বা বিরুদ্ধে নয়, সকলকে নিয়ে চলবে প্রশাসন৷” সরকার যে কোনও ভুল করলে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে পারবেন বলেও এদিন জানিয়েছেন যোগী আদিত্যনাথ৷
यह सरकार महिलाओं की सुरक्षा और सशक्तिकरण में कोई कसर बाकी नहीं रहने देगी : श्री @yogi_adityanath pic.twitter.com/Vx74tmnZU0
— BJP (@BJP4India) March 19, 2017
প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ সবকা বিকাশ’ মন্ত্রেই চলবে রাজ্য, বলেছেন মুখ্যমন্ত্রী৷ ভোটের সময় রাজ্যের মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলির যথাযথ পালন করবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ৷ আশ্বাস দিয়েছেন, রাজ্যে আরও নতুন কর্মসংস্থানের বন্দোবস্ত করবেন৷
युवाओं के सपनों को साकार करने के लिए रोजगार एवं स्वरोजगार के अवसर सृजित करने हेतु दृढ़ संकल्पित उत्तर प्रदेश सरकार।#Employment #Jobs pic.twitter.com/3Gx5UyAYkn
— CM Office, GoUP (@CMOfficeUP) March 19, 2017
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.