সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে (Punjab Elections 2022) ভোটের দিনই নয়া সমীকরণের ইঙ্গিত। প্রয়োজনে ফের বিজেপির হাত ধরতে পারে শিরোমণি অকালি দল। ইঙ্গিত দিলেন অকালি দলের শীর্ষস্থানীয় নেতা বিক্রম সিং মাজিথিয়া (Bikram Singh Majithia)। বলে দিলেন, বিজেপির সঙ্গে জোটের ব্যাপারে ভোটের পরে ভাবনা চিন্তা করবেন তাঁরা।
All I would like to say is that Shiromani Akali Dal-BSP is going to make a clean sweep. We will get 80 plus seats: Sukhbir Singh Badal, Shiromani Akali Dal chief and party’s candidate from Jalalabad#PunjabElections2022 pic.twitter.com/tVpdLsYhDs
— ANI (@ANI) February 20, 2022
এমনিতে বিজেপি এবং অকালি দল দীর্ঘদিনের জোটসঙ্গী। ২০২০ সালে কৃষি আইনের প্রতিবাদে বিজেপির (BJP) সঙ্গ ছাড়ে অকালিরা। সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনেও নামে SAD। অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল, সরাসরি বিজেপিকে ‘টুকরে টুকরে গ্যাং’ বলেও তোপ দাগেন। যে ভাষায় অকালি দলের (Akali Dal) নেতারা নিয়মিত বিজেপিকে আক্রমণ করছিলেন, তাতে একটা সময় মনে হচ্ছিল, এই দুই শিবিরের সম্পর্ক চিরতরে শেষের দিকে। কিন্তু এর মধ্যে পরিস্থিতি বদলে গিয়েছে। যে ইস্যুতে অকালি-বিজেপির ছাড়াছাড়ি হয়েছিল, সেই কৃষি আইন কেন্দ্র প্রত্যাহার করে নিয়েছে। সুতরাং, নতুন করে বিজেপির হাত ধরতে আর বাধা নেই অকালিদের।
বস্তুত, বিজেপির সঙ্গ ছাড়ার পর এবারে বিএসপির (BSP) সঙ্গে জোট করে পাঞ্জাবের ভোট ময়দানে নেমেছেন বাদলরা। অন্যদিকে, অকালিদের হারিয়ে বিজেপি জোট বেঁধেছে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পাঞ্জাব লোক কংগ্রেসের সঙ্গে। কিন্তু মুশকিল হল, নতুন জোটসঙ্গীদের নিয়ে কেউই তেমন সুবিধা করতে পারছে না। রাজনৈতিক মহলের ধারণা, এই দুই শিবিরের কারও পক্ষেই পাঞ্জাবে একার শক্তিতে ক্ষমতায় ফেরা সম্ভব নয়। তাই ভোটের পর দুই শিবিরই আলোচনার রাস্তা খোলা রাখতে চাইছে। শুধু তাই নয়, ভোটের আগে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও একটা অঘোষিত সমঝোতা দুই শিবিরের হয়েছে। ভোটের পর প্রয়োজন পড়লে অকালিদের যে বিজেপির হাত ধরতে আপত্তি নেই, সেটা এদিন বুঝিয়ে দিয়েছেন একাধিক SAD নেতা।
অকালি দলের শীর্ষ নেতা বিক্রম সিং মাজিথিয়া এদিন স্পষ্ট বলে দিয়েছেন, কংগ্রেস (Congress) আমাদের এক নম্বর শত্রু। তাই প্রয়োজন পড়লে ভোটের পর বিজেপির সমর্থন নেওয়ার ব্যাপারে ভাবা যেতেই পারে। আরেক অকালি নেতা গুরবচন সিং দাবি করেছেন, পাঞ্জাবে অকালি দল এবং বিএসপি জোটই ক্ষমতায় আসবে, তবে প্রয়োজনে বিজেপির সমর্থন নিতে তাঁদের আপত্তি নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.