Advertisement
Advertisement
J&K Assembly polls

কাশ্মীরের বিধানসভাতেও ইন্ডিয়া জোটে জট! ভোট ঘোষণার আগেই ‘একলা চলা’র বার্তা আবদুল্লাদের

ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা দাবি করলেন, উপত্যকায় তাঁর দল একক শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা পাবে।

Will contest J&K Assembly polls, get majority on our own, says Farooq Abdullah
Published by: Subhajit Mandal
  • Posted:August 16, 2024 12:01 pm
  • Updated:September 16, 2024 2:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ইন্ডিয়া জোটের ঘরে আগুন লেগেছিল লোকসভা ভোটের সময়ই, বিধানসভা নির্বাচনের আগে ফের জোট সম্ভাবনায় বড়সড় প্রশ্ন। কাশ্মীরের সবচেয়ে বড় বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স একপ্রকার ইঙ্গিত দিয়ে দিল, আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়ার কথা ভাবছে তারা।

আজ মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডের সঙ্গে সঙ্গেই কাশ্মীরের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে। ৩৭০ ধারা বাতিল সংক্রান্ত মামলায় গত বছর শীর্ষ আদালত (Supreme Court) জানিয়ে দেয়, কাশ্মীরে গণতন্ত্রের পুনরুত্থান জরুরি। ৩০ সেপ্টেম্বর ২০২৪ সালের মধ্যে সেরাজ্যের নির্বাচন করাতে হবে। তার পর কেন্দ্রও কাশ্মীরে দ্রুত ভোট করানোর প্রতিশ্রুতি দিয়েছে। সেপ্টেম্বরেই যে উপত্যকায় নির্বাচন হতে পারে, সে ইঙ্গিত দিয়েছেন খোদ অমিত শাহ। দিন কয়েক আগে কাশ্মীরে গিয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সব রকমের প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। শুক্রবার কাশ্মীরেও ভোট ঘোষণা করা হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদিজি এবার তো সত্যিটা মানুন’, স্বাধীনতা দিবসে রাহুলকে পিছনে বসানোয় ক্ষুব্ধ কংগ্রেস]

ভোট ঘোষণার আগেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা দাবি করলেন, উপত্যকায় তাঁর দল একক শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা পাবে। আবদুল্লা বলছেন, “কমিশনের ভোট ঘোষণার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমি নিজে ভোটে লড়ব। আমরা নিজেদের ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতা পাব।” ভোটের আগে কোনও দলের সঙ্গে জোট হবে কী? আবদুল্লা বলছেন, “এখনই বলা যাচ্ছে না আমরা অন্য কোনও দলের সঙ্গে জোট করব কিনা? সেসব নিয়ে আলোচনা করতে হবে।”

[আরও পড়ুন: আজ ৩ রাজ্যের নির্বাচন ঘোষণা! কাশ্মীরেও বাজতে পারে ভোটের দামামা

বস্তুত আবদুল্লার বয়ানে কাশ্মীর বিধানসভায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। অতীতে কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস আসন সমঝোতা করে নির্বাচনে গিয়েছে। তাতে সাফল্যও এসেছে। আবার আলাদা আলাদা লড়ার পর একসঙ্গে সরকার গড়েছে দুই শিবির, এবার কোন পথে যায় জোট? সেটাই দেখার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement