সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান চোরাপথে ভারতে ড্রাগ পাচারের চেষ্টা করে। এই চেষ্টায় যারা তাদের সাহায্য করে তাদের উচিত শিক্ষা দেব। কড়া ভাষায় এই কথাই জানিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাঞ্জাবের এক জনসভায় যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান এবং বিরোধীদের বিরুদ্ধে সরব হন।
তিনি বলেন, গত আড়াই বছরে কেন্দ্রের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ আনা কারও পক্ষেই সম্ভব হয়নি। শুধু তাই নয়, পাকিস্তানের বিরুদ্ধেও মুখ খোলেন মন্ত্রী। প্রয়োজন পড়লে আবারও হবে সার্জিক্যাল স্ট্রাইক। এমন হুঁশিয়ারিও দেন তিনি।
There has been no corruption allegations levelled against the Centre in the last 2 and a half years: HM Rajnath Singh pic.twitter.com/TyUTY07qvQ
— ANI (@ANI_news) January 24, 2017
Pak yahaan pe koshish karta hai drug bhejne ki, mai HM ke taur pe yakin dilata hoon ki jo isse badhava dega uski mai khat khadi kar dunga-HM pic.twitter.com/aYF871xbew
— ANI (@ANI_news) January 24, 2017
Hum kewal iss paar nahin lad sakte, zaroorat padegi toh uss paar bhi lad sakte hain. Karke dikha diya humne: Home Minister Rajnath Singh pic.twitter.com/vlyDw6fp6W
— ANI (@ANI_news) January 24, 2017
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “চোরা পথে পাকিস্তান ভারতে ড্রাগ পাচার করার চেষ্টা করে। এই কাজে যারা পাকিস্তানিদের মদত দেয় তাদের উচিত শিক্ষা দেব।” পাশাপাশি মন্ত্রী বলছেন, “আমরা দেশের বাইরে থেকে যেমন লড়াই করতে পারি, তেমনই দেশের অভ্যন্তরে গিয়েও লড়তে পারি। আর এমন নজির আগেও গড়েছে ভারত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.