সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার পরীক্ষা দিতে বাধ্য করা হলে আত্মহত্যার হুমকি দিল বিহার বোর্ডের উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী সৌরভ শ্রেষ্ঠ৷
দিন কয়েক আগে ফল বের হয় বিহার বোর্ডের উচ্চমাধ্যমিকের৷ সেই পরীক্ষায় কলা বিভাগে প্রথম স্থান অধিকার করে রুবি রাই৷ ফল বেরনোর পর রুবি রাইকে প্রশ্ন করা হয় পলিটিক্যাল সায়েন্স নিয়ে। জবাবে রুবি বলেন, “এটি একটি রান্না শেখানোর বিষয়।” পলিটিক্যাল সায়েন্সকে প্রডিক্যাল সায়েন্স বলেন রুবি। অন্য দিকে, বিজ্ঞান সংক্রান্ত সাধারণ মানের প্রশ্নে বিজ্ঞান বিভাগের প্রথম স্থানাধিকারী সৌরভ শ্রেষ্ঠ এমন উত্তর দেন, তাতে গোটা দেশে হইচই পড়ে যায়। প্রশ্ন ওঠে কী ভাবে এঁরা বোর্ডের পরীক্ষায় প্রথম হয়েছে। তার পরেই নড়েচড়ে বসে রাজ্য শিক্ষা দফতর। ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর জন্য গঠন করা হয় ১৫ সদস্যের একটি প্যানেল৷
সেই প্যানেলই পুনরায় পরীক্ষার দেওয়ার জন্য ১৪ জন পরীক্ষার্থীকে ডেকে পাঠায়৷ এর মধ্যে এগারো জনকে ক্লিন চিট দিয়েছে প্যানেল৷ কলা বিভাগে প্রথম হওয়া রুবি রাই অসুস্থতার কারণে পরীক্ষা দেয়নি৷ তাকে সপ্তাহখানেক সময় দেওয়া হয়েছে৷ প্যানেলের সামনে হাজির হন সৌরভ শ্রেষ্ঠ৷ পরীক্ষকদের সৌরভ জানায়, ফল বেরনোর পর মিডিয়ার লাগাতার স্ক্রুটিনির জন্য সে ভীষণ মানসিক চাপে আছে৷ এ পর্যন্ত ঠিক আছে, এরপরই সৌরভকে অঙ্কের কিছু সাধারণ প্রশ্ন করা হয়৷ সেই সব প্রশ্নের একেবারেই সঠিক উত্তর দিতে পারেনি সৌরভ৷ তারপরই পরীক্ষকদের সৌরভ হুমকি দেয় এমন প্রশ্ন আর করলে সে হলের মধ্যেই আত্মহত্যা করতে বাধ্য হবে৷ তারপরই তাকে জল খাইয়ে হলের বাইরে পাঠিয়ে দেওয়া হয়৷ হল থেকে বেরিয়ে সৌরভ বলেন, ‘আমার পরীক্ষা ভাল হয়েছে৷ শীঘ্রই সত্যিটা জানতে পারবে সকলে৷’ সৌরভের দাবি যাই হোক, শনিবারই তার ফল বাতিল করে দিয়েছে বিহার বোর্ড৷ দ্বিতীয়বার পরীক্ষায় তাকে মোটেও আহামরি লাগেনি পরীক্ষকদের৷ অনেক প্রশ্নের উত্তরও দিতে পারেনি সৌরভ৷ প্যানেলের সদস্যদের মনে হয় সৌরভ পরীক্ষায় শীর্ষস্থান পাওয়ার যোগ্য নয়, তারপরই তার ফল বাতিলের সিদ্ধান্ত নেয় বিশেষজ্ঞদের প্যানেল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.