সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারি মাসেই সাত দফায় বিধানসভা নির্বাচন৷ ঘরোয়া কোন্দল মিটিয়ে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে নামছে সমাজবাদি পার্টি৷ বিরোধী শক্তি কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে৷ তাই লড়াই আরও ক্ষুরধার করতে রাম মন্দির তাসই খেলল উত্তরপ্রদেশ বিজেপি৷ ভোটে জেতার পরই অযোধ্যায় তৈরি হবে রাম মন্দির৷ এমনটাই জানালেন উত্তরপ্রদেশের বিজেপি প্রধান কেশবপ্রসাদ মৌর্য৷
বুধবার নয়া দিল্লিতে কেশবপ্রসাদ সাংবাদিকদের সামনে বলেন, রাম মন্দির বিশ্বাসের বিষয়৷ এটি দু’মাসের মধ্যে তৈরি হবে না৷ ভোটের পরই মন্দির তৈরি হবে৷ আর বিজেপি পূর্ণ শক্তি নিয়ে ক্ষমতায় আসবে৷
জিও ব্যবহার করছেন? ভুলেও এই ফাঁদে পা দেবেন না
গত সপ্তাহে এই বিষয়টি তুলেছিলেন রাম জন্মভূমি-বাবরি মসজিদ এলাকার অস্থায়ী মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস৷ তিনি বলেন, “রামমন্দির তৈরি হওয়ার জন্য উত্তরপ্রদেশের সমস্ত হিন্দু সাধুরা একজোট হয়ে নরেন্দ্র মোদির জন্য ভোট দেবেন৷ রাজ্যে মোদি সরকার ক্ষমতায় আসার পর, আমরা আশা করব রাম মন্দির তৈরি হবে৷”
সত্যেন্দ্রর এই মন্তব্যের পরই উত্তরপ্রদেশের বিজেপি প্রধানের রাম মন্দির তৈরির ঘোষণা বেশ অর্থবহ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷
ভারত প্রকৃত বন্ধু, ফোন করে মোদিকে বার্তা ট্রাম্পের
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.