Advertisement
Advertisement

পাকিস্তানকে চার টুকরো করার সময় হয়েছে, হুঁশিয়ারি স্বামীর

জওয়ান রমজান মহম্মদ হত্যার কড়া মাশুল দিতে হবে পাকিস্তানকে, মত বিজেপি নেতার।

Will break Pakistan into four, Subramanian Swamy Ramzan Killing
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2017 7:41 am
  • Updated:September 28, 2017 7:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক জঙ্গিদের অতর্কিত আক্রমণে প্রাণ হারিয়েছেন জওয়ান মহম্মদ রমজান। আর তারপরই পাকিস্তানের দিকে চরম হুঁশিয়ারি ছুড়ে দিলেন সুব্রহ্মণ্যম স্বামী।  জানালেন, পাকিস্তানকে এবার চার টুকরো করার সময় এসেছে।

ছুটিতে বাড়ি এসে খুন জওয়ান, গুলিবিদ্ধ ৩ আত্মীয় ]

Advertisement

ছুটিতে নিজের বাড়িতে এসেছিলেন জওয়ান মহম্মদ রমজান।  সেখানেই নিরস্ত্র জওয়ানের উপর হামলা চালায় জঙ্গিরা।  এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে।  সরাসরি জওয়ানদের সঙ্গে না পেরে, এই ছুটির সময়টাকেই বেছে নেয় হামলাকারীরা। পরিবারের সঙ্গে যখন সময় কাটান জওয়ানরা, তখন পরিবারের উপর হামলা চালায়।  বাধা দিতে এলে জওয়ানকে খুন করা হয়।  ঠিক একই ছকে মারা হয়েছে  মহম্মদ রমজানকে।  উত্তর কাশ্মীরের আইজি নীতীশ কুমার জানাচ্ছেন, প্রথমে ছুরি নিয়ে জঙ্গিরা রমজানের উপর ঝাঁপিয়ে পড়ে।  তারপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।  গোটা দেশ যখন উৎসবে মশগুল, তখন পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্তগুলো আর কাটানো হল না জওয়ানের।  শহিদ হলেন তিনি।  তবে এ নিয়ে স্রেফ কান্নাকাটি করে কোনও লাভ নেই, এমনটাই বললেন বিজেপি নেতা  সুব্রহ্মণ্যম স্বামী।  তাঁর সাফ কথা, একসময় ভারতই পাকিস্তানকে ভেঙে দু টুকরো করেছিল।  এবার ওই দেশকে ভেঙে চার টুকরো করার সময় এসেছে।

এমনিতেই রাষ্ট্রসংঘে মুখ পুড়েছে পাকিস্তানের। সুষমা স্বরাজের চাঁচাছোলা আক্রমণের পর ভারতকে বিপাকে ফেলতে গিয়ে গাজার ছবি দেখিয়েছে পাকিস্তান।  তাতে আরও বিদ্রুপের মুখে পড়েছে প্রতিবেশী দেশ।  এদিকে প্রয়োজন হলে পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।  সেই একই হুমকির সুর শোনা গেল বিজেপি সাংসদ স্বামীর কথাতেও।

ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’, নাগা জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement