সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর প্রশ্ন উঠছে, কেন এত বড় ঘটনার বিন্দুবিসর্গ জানত না গোয়েন্দারা? কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর, সেখানে কেন পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারল না স্বরাষ্ট্রমন্ত্রক? আর সেখান থেকেই আঙুল উঠছে কেন্দ্রের সেকেন্ড ইন কমান্ড, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সাফ জানিয়েছেন, পহেলগাঁও হামলায় কেন্দ্রের ব্যর্থতা স্পষ্ট বোঝা গিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, হামলার দায় নিয়ে পদত্যাগ করবেন শাহ?
ওয়াকিবহাল মহলের অনেকেরই মনে পড়ে যাচ্ছে ২৬/১১ হামলা এবং তার পরবর্তী ঘটনা। সেবারও মুম্বইয়ের বুকে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। ১০ জন লস্কর-ই-তইবা জঙ্গির দাপটে কেঁপে উঠেছিল মুম্বই। সবমিলিয়ে ১৭৫ জনের মৃত্যু হয়। ঘটনার চারদিন পরে পদত্যাগ করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল। তিনি স্পষ্ট জানান, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মুম্বই হামলার দায় নিচ্ছেন। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মত ছিল, সরকার এবং প্রধানমন্ত্রীর চাপে পড়ে কার্যত বাধ্য হয়েই পদত্যাগ করেন শিবরাজ।
পহেলগাঁও হামলার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি একইভাবে অমিত শাহকে সরাতে পারবেন? এই প্রশ্ন তুলেছেন কর্নাটকের আইটি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘এই ঘটনাকে ব্যবহার করে সরকার আবার সাম্প্রদায়িক অশান্তি ছড়াবে। কংগ্রেসকে দোষারোপ করবে। কিন্তু প্রধানমন্ত্রীর কি এতটুকু সাহস নেই যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দেন?’ কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের প্রশ্ন, এত শক্তিশালী গোয়েন্দাবিভাগ থেকেও কেন এমন হামলা চালানোর সুযোগ পেল জঙ্গিরা?
দেশের এমন স্পর্শকাতর সময়ে দলীয় রাজনীতি ভুলে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছে কংগ্রেস। কিন্তু তা সত্ত্বেও বিরোধীদের অনেকেই দাবি করেছেন, পদত্যাগ করা উচিত শাহর। কিন্তু মুম্বই হামলার পর শিবরাজ যেভাবে সরে দাঁড়িয়েছিলেন, সেই উদাহরণ মাথায় রেখে কি পদত্যাগ করবেন শাহ? নিজের ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে কি কঠোর সিদ্ধান্ত নিতে পারবেন মোদি? প্রশ্ন বিরোধী শিবিরের অনেকেরই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.