Advertisement
Advertisement

Breaking News

দুধ কেনার টাকা চাওয়ায় স্ত্রীর গায়ে আগুন 

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ২১ বছরের গৃহবধূ...

Wife set on fire for asking money to get milk
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 3, 2016 5:01 pm
  • Updated:December 3, 2016 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর কাছে দুধ কেনার টাকা চাইতে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ২১ বছরের গৃহবধূ রেখা যাদব৷ অভিযোগ, বৃহস্পতিবার সকালে স্বামী শাহাজি যাদবের কাছে দুধ কেনার জন্য টাকা চেয়েছিলেন রেখাদেবী৷ এতে প্রচণ্ড রেগে গিয়ে অভিযুক্ত শাহাজি তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন৷ রেখাদেবীর শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে বলে দাবি নিগৃহীতার পরিবারের৷ মহারাষ্ট্রের ভোসারিতে ঘটেছে এই অমানবিক ঘটনা! তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত শাহাজিকে গ্রেফতার করেছে৷

সিনিয়র ইন্সপেক্টর ভীমরাও শিঙ্গারে ‘পুণে মিরর’-কে বলেছেন, “স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত৷ গত বৃহস্পতিবার সকালে সেই কলহ চরমে ওঠে৷” পুলিশ সূত্রের খবর, ঘটনার দিন স্বামী চা চাইলে রেখাদেবী জানান, ঘরে দুধ নেই৷ কিনে আনতে টাকা লাগবে৷ অভিযোগ, এই কথা শোনার পরেই তেলে-বেগুনে রেগে যান শাহাজি৷ স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন৷ অগ্নিদগ্ধ রেখাদেবীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানান, তাঁর শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে৷ বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রেখাদেবী৷ পুলিশি জেরার মুখে শাহাজি জানিয়েছেন, ঘটনার দিন তিনি নাকি বাড়িতেই ছিলেন না৷ যদিও, নির্যাতিতার বাবা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি নিজে মেয়ে ও জামাইয়ের মধ্যে ঝগড়া থামাতে গিয়েছিলেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement