সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের বয়স মোট চার মাস। তাকে ছেড়ে চলে গিয়েছেন মা। তাহলে সন্তানকে স্তন্যদান করবে কে? আদালতের দ্বারস্থ অসহায় বাবা। উদ্দেশ্য একটাই, কোনওভাবে স্ত্রীকে যদি স্তন্যদানে রাজি করানো যায়। তবে স্তন্যদান করা তো দুর অস্ত, শিশুসন্তানের কোনও দায়িত্বই নিতে রাজি নন মামলাকারীর স্ত্রী। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি সাজিয়ে আদালতে পালটা আবেদন জানিয়েছেন তিনি।
[ঝোলের বদলে পাতে মাছ ভাজা, রাগে আত্মঘাতী গৃহকর্তা]
বিবাহবিচ্ছেদ নিয়ে আধুনিক শহুরে দম্পতিদের এখন আর কোনও ছুঁৎর্মাগ নেই। বরং তুচ্ছ কারণে বিবাহবিচ্ছেদ চেয়ে হামেশাই আদালতের দ্বারস্থ হন স্বামী কিংবা স্ত্রী। সহমতের ভিত্তিতে বিবাহবিচ্ছেদের ক্ষেত্রেও অনেক সময় নাবালক বা শিশুসন্তান কার কাছে থাকবে? তা নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু, সন্তানের মাতৃদুগ্ধ পানের অধিকারকে সুরক্ষিত করতে আদালতের মামলা করেছেন স্বামী। এমনটা সচরাচর দেখা যায়নি। জানা গিয়েছে, চার মাসের ওই শিশুটি এর্বস পালসি নামে একটি দুরারোগ্য রোগে আক্রান্ত। জন্মের সময়ই স্নায়ুতে আঘাত লেগে তার একটি হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, একরত্তি শিশুটিকে সরাসরি ওষুধ খাওয়ানো সম্ভব নয়। মায়ের বুকের দুধের সঙ্গে ওষুধ মিশিয়ে খাওয়াতে হবে।
[নোট বাতিল-জিএসটি চালুর সুফল! নয়া করদাতার সংখ্যা বাড়ল রেকর্ড পরিমাণ]
মামলাকারীর দাবি, তাঁর সন্তানের যখন মাত্র ২ মাস বয়স, তখন স্ত্রী সংসার ছেড়ে চলে যান। স্ত্রীর সন্ধান চেয়ে প্রথমে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন ওই ব্যক্তি। দিল্লি হাই কোর্টের পালটা মামলা দায়ের করেন ওই ব্যক্তির স্ত্রীও। তাঁর দাবি, শিশুটি বুকের দুধের সঙ্গে মিশিয়ে যেসব ওষুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, সেইসব ওষুধে তাঁর অ্যালার্জি আছে। তাই সন্তানকে বুকের দুধ খাওয়ানো ওই মহিলার পক্ষে সম্ভব নয়। তাঁর বয়ান রেকর্ড করার পর মামলাটি ইতি টানে দিল্লি হাই কোর্ট। কিন্তু, হাল ছাড়তে নারাজ ওই মহিলার স্বামী। তিনি আবার পেশায় আইজীবী। জানা গিয়েছে, সন্তান পরিত্যাগ করার দায়ে স্ত্রীর শাস্তি চেয়ে ট্রায়াল কোর্টে মামলা করেছেন ওই ব্যক্তি। দিল্লি পুলিশকে অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
[অক্সিজেন সিলিন্ডার ছাড়াই কাঞ্চনজঙ্ঘা ছুঁয়ে নজির গড়তে প্রস্তুত এই ভারতীয়]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.