Advertisement
Advertisement

Breaking News

চলন্ত বাসে মৃত্যু স্ত্রীর, পরিবার-সহ যুবককে নামিয়ে দিল কন্ডাক্টর

অভাগা এই দেশে অমানবিকতার চরম নিদর্শন৷

Wife died on bus. Man and little girl forced to exit it in rain
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 28, 2016 1:44 pm
  • Updated:August 28, 2016 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্নয়নশীল ভারতবর্ষ৷ গড়গড়িয়ে এগোচ্ছে সাফল্যের চাকা৷ কিন্তু মানবিকতা কোথাও যেন পিছনের সারিতেই পড়ে থাকছে৷ প্রথমে ওড়িশা, এবারে মধ্যপ্রদেশ৷ যেখানে মুষলধারায় বৃষ্টির মধ্যে জঙ্গলের মাঝে মৃত স্ত্রী, পাঁচ দিনের কন্যাসন্তান এবং বৃদ্ধ মা সহ এক ব্যক্তিকে জোর করে বাস থেকে নামিয়ে দিল বাসচালক ও কন্ডাক্টর৷

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার৷ সন্তানের জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন রাম সিংয়ের স্ত্রী মাল্লি বাঈ৷ তাঁকে ডাক্তার দেখানোর জন্যই বেসরকারি বাসে করে ছত্তরপুর থেকে দামোহ জেলায় যাচ্ছিলেন রাম৷ সঙ্গে ছিলেন তাঁর বৃদ্ধা মা সুনিয়া বাঈ৷ মাঝ পথেই মৃত্যু হয় মাল্লি বাঈয়ের৷

Advertisement

বিষয়টি জানতে পেরে মৃতদেহ বাসে রাখতে আপত্তি জানায় বাসের কন্ডাক্টর ও চালক৷ প্রবল বৃষ্টিতেই তাঁদের নেমে যেতে বাধ্য করে দামোহ জেলা থেকে ২০ কিলোমিটার আগেই৷ বৃষ্টির মধ্যে মৃতদেহ ও সদ্যোজাত সন্তানকে নিয়ে প্রায় আধঘণ্টা দাঁড়িয়েছিলেন রাম ও তাঁর মা৷

তারপর নজরে পড়ে দুই আইনজীবীর৷ সেই পথ দিয়েই যাচ্ছিলেন মৃত্যুঞ্জয় হাজারি ও রাজেশ প্যাটেল৷ দেখতে পান, এক ব্যক্তি ছোট্ট শিশু ও বৃদ্ধা মাকে সামলানোর চেষ্টা করছেন, আর পাশে পড়ে মৃতদেহ৷ প্রথমে পুলিশে খবর দেন তাঁরা৷ তবে অভিযোগ, পুলিশ এসে বিস্তারিত শোনে বটে, কিন্তু দুঃস্থ পরিবারকে কোনও সাহায্য না করেই চলে যায়৷ তাঁরাই ট্যাক্সির ব্যবস্থা করে দেন৷

পরে বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমে উঠে আসলে টনক নড়ে পুলিশের৷ গ্রেফতার করা হয় অভিযুক্ত গাড়ির চালক ও কন্ডাক্টরকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement