Advertisement
Advertisement

Breaking News

সন্তান পেতে মৃত স্বামীর শুক্রাণুর আবদার স্ত্রী-র!

শুধু স্ত্রী নন, মৃতের পরিবারও পুত্রবধূর সন্তান জন্ম দেওয়ার জন্য মৃত ছেলের বীর্য দাবি করেন৷

Widow asks doctors for dead hubby's sperm to have baby
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2016 5:19 pm
  • Updated:July 11, 2016 5:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী মারা গিয়েছেন৷ স্ত্রী’কে সন্তান উপহার দিয়ে যাননি৷ কিন্তু স্বামীর থেকে এই বিশেষ উপহার স্ত্রী’র যে কোনও উপায়ে চাই৷ অগত্যা মৃত স্বামীরই শুক্রাণু দাবি করলেন স্ত্রী৷ না, বিদেশে নয়৷ ভারতেই ঘটল এমন ঘটনা৷ সম্প্রতি এমন অদ্ভুত দাবির সম্মুখীন হতে হল দিল্লি এইমসের চিকিৎসকদের৷

কয়েকদিন আগে দিল্লিতে এক যুবকের মৃত্যু হয়৷ হাসপাতালে নিয়ে আসার পথেই যুবক মারা যান বলে জানানো হয়েছে চিকিৎসকদের তরফে৷ কিন্তু বিপত্তি ঘটে যুবকের মৃত্যুর পরেই৷ সন্তান ধারণের জন্য মৃত স্বামীর শুক্রাণু দাবি করেন স্ত্রী৷ কিন্তু স্ত্রী’র এই দাবিকে অন্যায্য বলে ঘোষণা করেন চিকিৎসকরা এবং স্ত্রী’র ইচ্ছাপূরণ থেকে বিরত থাকেন৷

Advertisement

জানা গিয়েছে, মাত্র কয়েক বছর আগেই ওই দম্পতির বিয়ে হয়েছিল৷ কিন্তু তাঁদের কোনও সন্তান হয়নি৷ স্বামীর মৃত্যুর পরও তিনি এই বিষয়টি মেনে নিতে পারেননি৷ শুধু স্ত্রী নন, মৃতের পরিবারও পুত্রবধূর সন্তান জন্ম দেওয়ার জন্য মৃত ছেলের শুক্রাণু দাবি করেন৷ তাই মৃত স্বামীর থেকেই সন্তান চেয়েছিলেন৷ চিকিৎসকরা জানিয়েছেন, শুধু স্ত্রী নন, মৃতের পরিবারও পুত্রবধূর সন্তান জন্ম দেওয়ার জন্য মৃত ছেলের শুক্রাণু দাবি করেন৷

এমন ঘটনায় স্বভাবতই অবাক এইমসের চিকিৎসকরা৷ চিকিৎসক সুধীর গুপ্ত জানিয়েছেন, ‘সাধারণত কোনও পুরুষ মারা যাওয়ার পর ২৪ ঘণ্টা পর্যন্ত তাঁর শরীরে শুক্রাণু জীবিত থাকে৷ তখন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে মৃত ব্যক্তির শরীর থেকে সেই শুক্রাণু বের করে নেওয়া যায়৷ কিন্তু ভারতে কেবলমাত্র জীবিত ব্যক্তি সদিচ্ছায় নিজের বীর্য দিতে রাজি হলে তবেই সেই বীর্য গ্রহণ করা যেতে পারে৷ মৃত ব্যক্তির শুক্রাণু দেহ থেকে বের করে নেওয়ার নিয়ম পৃথিবীর অন্যান্য কিছু দেশে প্রচলিত থাকলেও ভারতে এই কাজ বিধিসম্মত নয়৷’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement