Advertisement
Advertisement

আত্মীয়ের সঙ্গে সম্পর্কে বিধবা মা, ক্ষোভে যুগলকে মূত্রপান করাল দুই ছেলে

অভিযুক্ত মহিলার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Widow and her lover thrashed, hair chopped by her sons in Rajasthan
Published by: Tanujit Das
  • Posted:September 18, 2019 12:37 pm
  • Updated:September 18, 2019 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর মৃত্যু হয়েছে৷ নিজের বলতে রয়েছে দুই ছেলে৷ কিন্তু, তাঁরাও মাকে সময় দিত না৷ বিধবা মহিলার একাকীত্বে ভরা জীবনে হঠাৎই রঙ লাগে৷ বয়সে ছোট দূরের এক আত্মীয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি৷ ওই ব্যক্তিকেই আঁকড়ে ধরে বাকিটা জীবন বাঁচতে চান ৷ ছেলেদের অগোচরেই বেশ কয়েকদিন ধরে চলে তাঁদের সম্পর্ক৷ অবশেষে ভালবাসার টানে বাড়ি ছাড়েন ওই মহিলা৷ কিন্তু নাড়ির টান সামলাতে না পেরে, আবারও সেই বাড়িতেই ফিরে আসেন তিনি৷ আর তারপরই ভয়ংকর এক অভিজ্ঞতার সাক্ষী হন৷ বাড়ি ফিরতেই ছেলেদের অকথ্য অত্যাচারের সম্মুখীন হলেন তিনি ও তাঁর প্রেমিক৷ দু’জনের মাথা নেড়া করে মূত্রপান করানোর অভিযোগ উঠেছে ছেলেদের বিরুদ্ধে৷ ঘটনায় অভিযুক্ত দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত৷

[ আরও পড়ুন: রানুর পর বিনোদ, এবার উবের চালকের গানে মুগ্ধ নেটদুনিয়া ]

Advertisement

সোমবার এই মধ্যযুগীয় বর্বরতার ঘটনাটি ঘটেছে রাজস্থানের নাগাউর জেলায়৷ সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সরব হয় নেটিজেনরা৷ সোশ্যাল মিডিয়া মারফত এই ঘটনার খবর পেতেই মঙ্গলবার মহিলা ও তাঁর প্রেমিককে উদ্ধার করে পুলিশ৷ গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্ত অর্থাৎ মহিলার দুই ছেলে মতিনাথ ও রাজনাথকে৷ নাগাউর পুলিশের এএসপি নীতেশ আর্য জানান, প্রেমিকের সঙ্গে দশদিন আগে বাড়ি থেকে পালান ওই মহিলা৷ তবে বেশি দিন বাড়ি ছেড়ে থাকতে পারেননি তিনি৷ দিন কয়েক আগেই প্রেমিককে নিয়ে গ্রামে ফিরে আসেন৷ মা ফিরেছে জেনেই রণমূর্তি ধারণ করে তাঁর দুই ছেলে৷ সোমবার দু’জনকে মারধর করে অভিযুক্তরা৷ তাঁদের চুল নেড়া করে সমগ্র গ্রামে ঘোরানো হয়৷ তাতেও রোষ না মেটায়, তাঁদের মূত্রপান করান অভিযুক্তরা৷

[ আরও পড়ুন: ভিন ধর্মের যুবতীর সঙ্গে পালিয়েছে ভাই, থানায় নগ্ন করে মার অন্তঃসত্ত্বা-সহ তিন বোনকে ]

পুলিশ সূত্রে খবর, বয়ানে দুই অভিযুক্ত জানিয়েছে, ৩৫ বছরের এক ব্যক্তির সঙ্গে বিধবা মায়ের সম্পর্ক মেনে নিতে পারেনি তারা৷ এই বিষয়ে প্রতি নিয়ত পরিচিতদের গঞ্জনার মুখে পড়তে হত তাদের৷ সেই আক্রোশ থেকেই মা ও তার প্রেমিকের উপর অত্যাচার করেছে তারা৷ জানা গিয়েছে, এই ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সরব হয় নেটিজেনরা৷ যে দেশে বিধবা বিবাহ আইনসিদ্ধ বিষয়, সেখানে একুশ শতকে দাঁড়িতে  এই ধরনের ঘটনা কীভাবে ঘটতে পারে, সেই প্রশ্ন ওঠে৷ বিষয়টি পুলিশের নজরে আনা হয়৷ এবং তৎপর হয় প্রশাসন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement