Advertisement
Advertisement
Atiq Ahmed

‘অ্যাম্বুল্যান্সে না তুলে কেন হাঁটানো হয়েছিল আতিক-আশরফকে?’ প্রশ্ন সুপ্রিম কোর্টের

আতিক হত্যার পর কী কী পদক্ষেপ করেছে পুলিশ, সেই রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত।

Why were they paraded to hospital? Supreme Court asks UP government on Atiq Ahmed murder। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 28, 2023 3:15 pm
  • Updated:April 28, 2023 3:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ ও সংবাদমাধ্যমের সামনেই ১২টি বুলেটে আতিক আহমেদ (Atiq Ahmad) ও তাঁর ভাই আশরফকে ঝাঁঝরা করে দেয় আততায়ীরা। সেই সময় আতিক ও আশরফকে প্রয়াগরাজের এক মেডিক্যাল কলেজে চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলল, কেন সেই সময় ওই দু’জনকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যাম্বুল্যান্সে না তুলে?

উল্লেখ্য, ২০১৭ সালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তারপর থেকে গত বছর ছয়েকের মধ্যে অসংখ্য এনকাউন্টার হয়েছে তাঁর রাজ্যে। এমনই ১৮৩টি এনকাউন্টার নিয়ে তদন্তের দাবিতে একটি মামলা করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি। আর সেই মামলারই শুনানিতে এমন প্রশ্ন করতে শোনা গেল বিচারপতি এস রবীন্দ্র ভাট ও দীপঙ্কর দত্তের বেঞ্চকে। পাশাপাশি গ্যাংস্টারদের খুনের পর তদন্তে পুলিশ কী কী পদক্ষেপ করেছে সেই সংক্রান্ত রিপোর্টও চাওয়া হয়েছে। রিপোর্ট চাওয়া হয়েছে ঝাঁসিতে আতিকের ছেলে আসাদের এনকাউন্টার নিয়েও।

Advertisement

[আরও পড়ুন: শুধু অভিষেককে জেরার মামলা সরেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে: বিকাশ ভট্টাচার্য]

পুলিশি নিরাপত্তার মধ্যে আতিক-আশরফকে হত্যার পর উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা সমালোচনা করেছে, যোগীর শাসন গুন্ডারাজ চলছে রাজ্যে। বিচার ব্যবস্থা অস্তিত্বহীন হয়ে পড়ছে। আতিক-আশরফের আইনজীবীর বিস্ফোরক দাবি, তাঁর মক্কেলদের যখন প্রয়াগরাজ থেকে বরেলিতে নিয়ে যাওয়া হয়, সেই সময় পুলিশ লাইনে নিয়ে গিয়ে এক পুলিশকর্তা আশরফকে হুমকি দেন, ”এ যাত্রায় বেঁচে গেলি, কিন্তু জেল থেকে বেরোনোর ১৫ দিনের মধ্যে খতম করে দেব।” এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

[আরও পড়ুন: দ্বাদশ শ্রেণিতে মাত্র ৭৫ শতাংশ নম্বর, ভাড়াটিয়াকে সটান নাকচ করলেন বাড়িওয়ালা!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement