সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দশেক পেরিয়ে গিয়েছে৷ ব্যাঙ্ক, এটিএম-এর বাইরে এখনও হত্যে দিয়ে পড়ে আছেন সাধারণ মানুষ৷ টাকা জমা, তোলা ও বদল – এই তিন কাজ সারতেই কাবার হয়ে যাচ্ছে দিন৷ আসমুদ্র হিমাচল একই অবস্থা৷ ব্যতিক্রম শুধু একটি জায়গা৷ জম্মু –কাশ্মীর৷
সন্ত্রাস, অশান্তি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ভূস্বর্গ৷ তাও ব্যাঙ্কের সামনে টাকা জমা, তোলা কিংবা অদল-বদল করার কোনও লাইন নেই৷ কেন? না, শুধুমাত্র সন্ত্রাস নয় এর নেপথ্যে রয়েছে অন্য কারণও৷ যেমন কাশ্মীরি সংস্কৃতি ও ভৌগলিক পরিবেশ৷ শীতপ্রধান জম্মু-কাশ্মীরের বাসিন্দারা সাধারণত নিজেদের রোজকার প্রয়োজনীয় সামগ্রী জমিয়ে রাখতে পছন্দ করে থাকেন৷ তাই জরুরি ভিত্তিক কোনও চাহিদা সাধারণত তাঁদের থাকে না৷
তাছাড়া কারফিউর সময় অনেকেই নিজের ভাঁড়ারের নগদ টাকা শেষ করে ফেলেছেন৷ অনেকে আবার স্থানীয় দোকানে বাকি খাতা খুলে নিয়েছেন৷ অশান্তির জেরে পিছিয়ে গিয়েছে অনেক বিয়ের অনুষ্ঠানও৷ ফলে এখনই উপত্যকায় নগদের চাহিদা অনেকটাই কম৷ তবে ব্যাঙ্ককর্মীরা যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকছেন৷ লোক থাক আর না থাক, প্রতিদিন বাড়তি ২ থেকে ৩ ঘণ্টা তাঁরা ব্যাঙ্কের মধ্যেই বসে থাকছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.