সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী সভায় রামনবমীর মিছিলে অস্ত্র প্রসঙ্গে এবার বুদ্ধিজীবীদের আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপ ঘোষ বলেন, “ঠান্ডা ঘরে বসে ধর্ম শেখাচ্ছেন! ধর্ম নিয়ে আমাদের শেখাতে আসবেন না৷ বুদ্ধিজীবীরা দেশদ্রোহী৷ আগে বুদ্ধবাবুর কাছা ধরে চলতেন৷ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় এসেছেন৷”
দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় কার্যত প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়েছেন, রাজ্য সভাপতিকে গ্রেফতার করা হলে ব্যাপক আন্দোলন হবে৷ উল্লেখ্য, রামনবমীতে অনুমতি না নিয়ে অস্ত্র-সহ মিছিল করায় তিন বিজেপি নেতা-সহ কয়েকজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে সিউড়ি থানা। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।
#RamNavami पर सशस्त्र जुलूस निकालने को वजह बनाकर,BJPप्रदेशाध्यक्ष @DilipGhoshBJP जी के खिलाफ #ArmsAct मे मामला दर्ज किया जाना निंदनीय है।1/5
— Kailash Vijayvargiya (@KailashOnline) April 7, 2017
.@DilipGhoshBJP जी पर कार्यवही करने वाली @MamataOfficial
क्या आप मुहर्रम मे हथियार ले जुलूस निकालने वालो पर कार्यवाही की हिम्मत दिखाएंगी?2/5— Kailash Vijayvargiya (@KailashOnline) April 7, 2017
अगर बदले की राजनीति के तहत,#ArmsAct के नाम पर @DilipGhoshBJP जी की गिरफ्तारी हुई, तो सभी @BJP4Bengal के कार्यकर्ता अपनी गिरफ्तारी देंगे। 3/5
— Kailash Vijayvargiya (@KailashOnline) April 7, 2017
शायद @MamataOfficial जी को याद नहीं कि, हमारी माता के हाथ मे तलवार,त्रिशूल,खड्ग; हनुमान जी के हाथ में गदा व श्री राम के हाथ में धनुष है। 4/5
— Kailash Vijayvargiya (@KailashOnline) April 7, 2017
हिन्दू संस्कृति मे शास्त्र व शस्त्र दोनो का महत्व है @MamataOfficial जी,हमारे लिए शास्त्र-शस्त्र दोनो पूजनीय हैं।#ArmsAct on #RamNavami? 5/5
— Kailash Vijayvargiya (@KailashOnline) April 7, 2017
বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি৷ এদিন সেই প্রসঙ্গেই কাঁথিতে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, “মহরমের সময় মুসলিমরা অস্ত্র নিয়ে খেলা করেন৷ তখন কোনও অভিযোগ হয় না৷ তবে আমাদের নেতা দেবতার অস্ত্র নিয়ে ঘুরলে কেন অভিযোগ হবে৷ এক রাজ্যে পৃথক নীতি কেন হবে?” একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বলেন, আমাদের নেতা গ্রেফতার হলে রাজ্যজুড়ে আন্দোলন হবে৷ হবে জেল ভরো কর্মসূচি৷
“ভারতবর্ষে যুগ যুগ ধরে ধর্মের শাষণ চলেছে, অন্যায়ের পরাজয় হয়েছে আর ন্যায়ের জয় হয়েছে। ভগবান রামচন্দ্র ধর্ম এবং ন্যায়ের প্রতীক…….” pic.twitter.com/dksNEEPuWl
— Dilip Ghosh (@DilipGhoshBJP) April 6, 2017
অস্ত্র মামলা নিয়ে অবশ্য দিলীপের পাশে দাঁড়ননি এক কেন্দ্রীয় মন্ত্রী৷ মালদহে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দফতরের রাষ্ট্রমন্ত্রী রাও ইন্দ্রজিত্ সিং বলেন, “বেআইনি অস্ত্র থাকলে হোক না কেন, বিজেপি, সিপিএম বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক হলেও ছাড় নয়৷ আইন সবার জন্য এক৷ কেউ বেআইনি অস্ত্র নিয়ে ঘুরলে রাজ্য তাঁর বিরুদ্ধে মামলা করবেই৷” তবে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলা নিয়ে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.