Advertisement
Advertisement

মহরমে অস্ত্র নিয়ে খেললে মুসলিমরা গ্রেপ্তার হবেন না কেন, সরব বিজয়বর্গীয়

রামনবমীতে অস্ত্র মিছিল, বুদ্ধিজীবীদের 'দেশদ্রোহী' বললেন দিলীপ৷

Why no action initiated against armed Muslim mob during Muharram march, lashes Kailash Vijayvargiya
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 7, 2017 9:30 am
  • Updated:December 20, 2019 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী সভায় রামনবমীর মিছিলে অস্ত্র প্রসঙ্গে এবার বুদ্ধিজীবীদের আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপ ঘোষ বলেন, “ঠান্ডা ঘরে বসে ধর্ম শেখাচ্ছেন! ধর্ম নিয়ে আমাদের শেখাতে আসবেন না৷ বুদ্ধিজীবীরা দেশদ্রোহী৷ আগে বুদ্ধবাবুর কাছা ধরে চলতেন৷ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় এসেছেন৷”

দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় কার্যত প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়েছেন, রাজ্য সভাপতিকে গ্রেফতার করা হলে ব্যাপক আন্দোলন হবে৷ উল্লেখ্য, রামনবমীতে অনুমতি না নিয়ে অস্ত্র-সহ মিছিল করায় তিন বিজেপি নেতা-সহ কয়েকজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে সিউড়ি থানা। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।

Advertisement

বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি৷ এদিন সেই প্রসঙ্গেই কাঁথিতে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, “মহরমের সময় মুসলিমরা অস্ত্র নিয়ে খেলা করেন৷ তখন কোনও অভিযোগ হয় না৷ তবে আমাদের নেতা দেবতার অস্ত্র নিয়ে ঘুরলে কেন অভিযোগ হবে৷ এক রাজ্যে পৃথক নীতি কেন হবে?” একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বলেন, আমাদের নেতা গ্রেফতার হলে রাজ্যজুড়ে আন্দোলন হবে৷ হবে জেল ভরো কর্মসূচি৷

অস্ত্র মামলা নিয়ে অবশ্য দিলীপের পাশে দাঁড়ননি এক কেন্দ্রীয় মন্ত্রী৷ মালদহে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দফতরের রাষ্ট্রমন্ত্রী রাও ইন্দ্রজিত্‍ সিং বলেন, “বেআইনি অস্ত্র থাকলে হোক না কেন, বিজেপি, সিপিএম বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক হলেও ছাড় নয়৷ আইন সবার জন্য এক৷ কেউ বেআইনি অস্ত্র নিয়ে ঘুরলে রাজ্য তাঁর বিরুদ্ধে মামলা করবেই৷” তবে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলা নিয়ে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement