Advertisement
Advertisement
Ram Temple

রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য কেন ২২ জানুয়ারিকেই বেছে নেওয়া হল?

রামমন্দিরের উদ্বোধন ঘিরে অযোধ্যায় সাজসাজ রব।

Why has 22 January been picked as the date for the Ram Temple ceremony | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 12, 2024 2:21 pm
  • Updated:January 12, 2024 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে আর সপ্তাহ খানেক। তার পরই ঐতিহাসিক রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা রামলালার। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামলালাকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসবেন। যে অনুষ্ঠান ঘিরে অযোধ্যায় সাজসাজ রব। কিন্তু কেন ২২ জানুয়ারি দিনটিকেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য বেছে নেওয়া হল?

আসলে পুরোটাই হতে চলেছে শাস্ত্রমতে। পুরাণ অনুযায়ী, ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল অভিজিৎ মুহূর্ত, মৃগশীর্ষ নক্ষত্র, অমৃত সিদ্ধি যোগ এবং সর্বর্থ সিদ্ধি যোগের সঙ্গমকালে। আর সেই শুভক্ষণ তৈরি হচ্ছে চলতি বছরের ২২ জানুয়ারি। আর সেই কারণেই মূলত এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, অভিজিৎ মুহূর্ত হল দিনের সবচেয়ে শুভ এবং শক্তিশালী সময়। যা ৪৮ মিনিট থাকবে। এর মধ্যে পবিত্রতম হল সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে ১৫ মিনিটের অষ্টম মুহূর্তটি। ২২ তারিখ অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে বেলা ১২টা বেজে ১৬ মিনিটে। শেষ হবে ১২টা ৫৯ মিনিটে। এই মাহেন্দ্রক্ষণেই ত্রিপুরাসুরকে বধ করেছিলেন ভবগান শিব। অর্থাৎ হিন্দু মতে, এই সময়ে দুষ্টের দমন হয়। অশুভ শক্তির নাশ হয়। ফলে এই ক্ষণ অতি শুভ বলেই মনে করা হয়।

Advertisement

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনে বাকি ১১ দিন, আজ থেকেই ‘কঠোর সংযম’ শুরু মোদির]

এদিকে, মৃগশীর্ষ নক্ষত্র হল ২৭টি নক্ষত্রের পঞ্চম নক্ষত্র। এই লগ্নে জন্ম নেওয়া মানব সুশ্রী, আকর্ষণীয়, কর্মঠ এবং বুদ্ধিমান হয়ে থাকে। শাস্ত্র মতে, কৌশল্য়ার সন্তান শ্রীরামও এই সময়ই জন্ম নিয়েছিলেন। ২২ জানুয়ারি মৃগশীর্ষ নক্ষত্রের তিথি শুরু হবে ভোর ৩টে ৫২ মিনিটে। থাকবে সকাল ৭.১৩ মিনিট পর্যন্ত। অন্যদিকে, অমৃত সিদ্ধি যোগ এবং সর্বথ সিদ্ধি যোগ শুরু সকাল সোমবার সকাল ৭টা ১৩ মিনিটে। থাকবে মঙ্গলবার ভোর ৪.৫৮টা পর্যন্ত।

[আরও পড়ুন: সোনিয়া ফোন করলে কংগ্রেসকে বাড়তি আসন! ‘সৌজন্য’ দেখাতে রাজি তৃণমূল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement