Advertisement
Advertisement

Breaking News

আসাদুদ্দিন ওয়েইসি

৭০ বছর পরেও মর্যাদার লড়াই লড়তে হচ্ছে মুসলিমদের, আক্ষেপ ওয়েইসির

মুসলিমরা ভারতকেই বেছে নিয়েছে, তাহলে নাগরিকত্বের প্রমাণ কেন দিতে হবে? প্রশ্ন হায়দরাবাদের সাংসদের।

Why do muslims have to fight for citizenship after 70 years, asks Owaisi
Published by: Subhajit Mandal
  • Posted:December 23, 2019 10:59 am
  • Updated:December 23, 2019 11:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) । তাঁর কথায়, শুধু মুসলিমরাই নন, সমস্ত দেশবাসীর উপর এই আইনের প্রভাব পড়বে। তাই ঐক্যবদ্ধ ভাবে এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ Citizenship (Amendment) Act, 2019 ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে দেশব্যাপী আন্দোলনের মধ্যে শনিবার সন্ধ্যায় হায়দরাবাদে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম)-এর সদর দপ্তরে বিশেষ বৈঠক ডেকেছিল ইউনাইডেট মুসলিম অ্যাকশন কমিটি। ওই বৈঠকেই হায়দরাবাদের সাংসদ বলেন, ‘‘লাইনে দাঁড়িয়ে ভারতীয় হওয়ার প্রমাণ দিতে হবে কেন? এই মাটিতে জন্মেছি আমি। এই দেশেরই বাসিন্দা। তার পরেও ১০০ কোটি মানুষকে লাইনে দাঁড়াতে হবে। প্রমাণ দিতে হবে নাগরিকত্বের। এটা শুধুমাত্র মুসলিমদের সমস্যা নয়, বরং প্রত্যেক ভারতবাসীর সমস্যা।

jamia-protest

Advertisement

 

[আরও পড়ুন: ঝাড়খণ্ডের রায় LIVE: ফের পালাবদলের ইঙ্গিত, সংখ্যাগরিষ্ঠতার কাছে বিরোধী জোট!]

 এআইএমআইএম নেতার হুঁশিয়ারি,”মোদিভক্তদের বলে রাখি, কাগজপত্র হাতে নিয়ে আপনাদেরও কিন্তু লাইনে দাঁড়াতে হবে!’’ দেশের সংবিধান রক্ষায় সিএএ এবং এনআরসি-এর বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানাতে সকলকে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতেও আরজি জানান ওয়েইসি।”

[আরও পড়ুন: ‘দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই’, অসমের কথা ভুলেই গেলেন প্রধানমন্ত্রী!]

ওয়াইসির প্রশ্ন, দেশভাগের সময় মুসলিমরা পাকিস্তানকে বেছে নেয়নি। ভারতকেই বেছে নেয়। এখন বলা হচ্ছে, পৃথিবীতে আরও অনেক মুসলিম দেশ আছে, সেখানে চলে যান। কেন যাব? আপনারা যান। আমরা ভারতবর্ষে জন্মেছি। আমরা ভারতের নাগরিক। আমরা এই দেশে জন্মেছি। তা সত্ত্বেও স্বাধীনতার ৭০ বছর পর আমাদের মর্যাদার লড়াই কেন লড়তে হবে? হায়দরাবাদের সাংসদের দাবি, “দেশভাগের সময় জিন্নার দ্বিজাতি তত্ত্ব প্রত্যাখ্যান করে ভারতীয় মুসলিমরা। অথচ, আমাদের স্বাধীনতার ৭০ বছর পরেও মর্যাদার লড়াই লড়তে হচ্ছে।” উল্লেখ্য, শুরু থেকেই সংশোধিত নাগরিকত্ব আইনকে মুসলিম ও সংবিধান বিরোধী বলে দেগে দিয়েছেন ওয়েইসি। আগামীদিনে আরও কঠিন লড়াই করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement