সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ হারিয়েছেন স্বামীকে। কেউবা সন্তানকে। কোনও কিশোর আবার বাবার ছবি হাতে হতবাক হয়ে বসে আছে। মসুলে অপহৃত ভারতীয়দের মৃত্যুর খবর নিশ্চিত হতেই দিকে দিকে এই ছবি। সেই সঙ্গে দানা বাঁধছে ক্ষোভ। কেন তাহলে চার বছর ধরে পরিবারের সদস্যদের মিথ্যে বলা হল? ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই।
[ ইরাকে অপহৃত ৩৯ জন ভারতীয় আর বেঁচে নেই, সংসদে জানালেন সুষমা ]
মঙ্গলবারই সংসদে ৩৯ জন ভারতীয়দের মৃত্যুর খবর নিশ্চিত করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। যে সুষমা বিদেশে কেউ পাসপোর্ট সমস্যায় পড়লেও এগিয়ে আসেন, তাঁর মুখে এ কথা শুনে অনেকেই বিশ্বাস করতে পারেননি। কিন্তু এটাই সত্যি। ফলে রাজনৈতিক ডামাডোল চরমে উঠেছে। রাজনৈতিকভাবে সরকারকে কোণঠাসা করতে উঠেপড়ে লেগেছেন বিরোধীরা। নিঃসন্দেহে বিদেশমন্ত্রকের কাছে এটা বড় ধাক্কা। ফলে প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কেন এতদিন তাহলে পরিবারের সদস্যদের মিথ্যে স্তোকবাক্য শোনানো হল, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। একই অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস নেতা শশী থারুরও।
I’m shocked to hear that 39 Indians who were in captivity since 2014, in Iraq, are now confirmed dead.
My deepest condolences to the families of those who have lived in hope, that their loved ones will return unharmed. My thoughts and prayers are with all of you today.
— Rahul Gandhi (@RahulGandhi) March 20, 2018
সান্ত্বনার জন্য কোনও ভাষাই যথেষ্ট নয়, টুইটে শোক প্রকাশ করেছেv মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Deeply saddened and shocked with the very sad news from #Mosul. Words are not enough to console the 39 grieving families. Our thoughts and prayers with them
— Mamata Banerjee (@MamataOfficial) March 20, 2018
এদিকে ক্ষোভে ফুঁসছেন নিহতদের পরিবারের সদস্যরাও। নিহত মনজিন্দর সিংয়ের বোন গুরপিন্দর কৌর জানাচ্ছেন, ‘গত চার বছর ধরে বিদেশমন্ত্র বলে আসছে যে ওঁরা বেঁচে আছেন। এখন বলছে, কেউ বেঁচে নেই। কোনটা বিশ্বাস করব, আর কোনটা করব না বুঝতে পারছি না। আমরা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। আমাদের তো কিছুই জানানো হয়নি। শুনেছি যে, উনি সংসদে বলেছেন।’
My husband went to Iraq in 2013 and he was kidnapped in 2014. We don’t demand anything from the government. I have a small child, I have no support: Wife of Surjit Kumar Menka who was killed in Iraq’s Mosul #Jalandhar pic.twitter.com/2AdMq6yhXJ
— ANI (@ANI) March 20, 2018
For past 4 yrs EAM was telling me that they were alive,don’t know what to believe anymore.I am waiting to speak with her,no information was given to us,we heard her statement she made in Parliament: Gurpinder Kaur, sister of Manjinder Singh who was among 39 Indians killed in Iraq pic.twitter.com/fwNqRoRPUG
— ANI (@ANI) March 20, 2018
চোখের জল মুছে দেবিন্দর সিংয়ের স্ত্রী জানাচ্ছেন, বিদেশমন্ত্রক বরাবর বলে এসেছে, ‘আমার স্বামী ভালই আছে। বেঁচে আছে। তাহলে কেন এমন হল?’ অপরদিকে আর এক নিহতের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তাঁদের শুধু জানানো হয়েছিল সন্ত্রাসীরা অপহরণ করেছে ভারতীয়দের। এর বেশি তাঁরা কিছু জানতেন না, জানানোও হয়নি।
My husband went to Iraq in 2011&I spoke to him last on 15 June’14. We were always told us that they were alive. We don’t demand anything from the government: Manjeet Kaur wife of Davinder Singh, who was among 39 Indians killed in Iraq’s Mosul #Jalandhar pic.twitter.com/Vq983kCkSb
— ANI (@ANI) March 20, 2018
I don’t know what to say. Since 2014 I had been pleading with the govt to bring him back somehow and today they say that he is no more: Puroshottam Tiwari, Uncle of Vidya Bhushan Tiwari, who was among 39 Indians killed in Iraq’s Mosul (#Bihar, Siwan) pic.twitter.com/FoHDYvV6hH
— ANI (@ANI) March 20, 2018
বিনা মেঘে বজ্রপাতের মতোই এসেছে এ খবর। সংসদে তা পেশ করার সঙ্গে সঙ্গেই তুমুল হট্টগোল শুরু হয়েছে। পাশাপাশি বিদেশমন্ত্রকের ব্যর্থতা নিয়ে কোমর বেঁধে নামছে বিরোধীরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.