Advertisement
Advertisement

৪ বছর ধরে কেন মিথ্যাচার সরকারের? ক্ষোভে ফুঁসছে মসুলে নিহত ভারতীয়দের পরিবার

চলছে রাজনৈতিক বিরোধিতা, কিন্তু এদের কী উত্তর দেবেন নেতারা?

Why cover the truth for 4 years: relative of Indian killed in Iraq
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 20, 2018 3:39 pm
  • Updated:August 9, 2019 3:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ হারিয়েছেন স্বামীকে। কেউবা সন্তানকে। কোনও কিশোর আবার বাবার ছবি হাতে হতবাক হয়ে বসে আছে। মসুলে অপহৃত ভারতীয়দের মৃত্যুর খবর নিশ্চিত হতেই দিকে দিকে এই ছবি। সেই সঙ্গে দানা বাঁধছে ক্ষোভ। কেন তাহলে চার বছর ধরে পরিবারের সদস্যদের মিথ্যে বলা হল? ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই।

[ ইরাকে অপহৃত ৩৯ জন ভারতীয় আর বেঁচে নেই, সংসদে জানালেন সুষমা ]

Advertisement

মঙ্গলবারই সংসদে ৩৯ জন ভারতীয়দের মৃত্যুর খবর নিশ্চিত করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। যে সুষমা বিদেশে কেউ পাসপোর্ট সমস্যায় পড়লেও এগিয়ে আসেন, তাঁর মুখে এ কথা শুনে অনেকেই বিশ্বাস করতে পারেননি। কিন্তু এটাই সত্যি। ফলে রাজনৈতিক ডামাডোল চরমে উঠেছে। রাজনৈতিকভাবে সরকারকে কোণঠাসা করতে উঠেপড়ে লেগেছেন বিরোধীরা। নিঃসন্দেহে বিদেশমন্ত্রকের কাছে এটা বড় ধাক্কা। ফলে প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কেন এতদিন তাহলে পরিবারের সদস্যদের মিথ্যে স্তোকবাক্য শোনানো হল, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। একই অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস নেতা শশী থারুরও।

সান্ত্বনার জন্য কোনও ভাষাই যথেষ্ট নয়, টুইটে শোক প্রকাশ করেছেv মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এদিকে ক্ষোভে ফুঁসছেন নিহতদের পরিবারের সদস্যরাও। নিহত মনজিন্দর সিংয়ের বোন গুরপিন্দর কৌর জানাচ্ছেন, ‘গত চার বছর ধরে বিদেশমন্ত্র বলে আসছে যে ওঁরা বেঁচে আছেন। এখন বলছে, কেউ বেঁচে নেই। কোনটা বিশ্বাস করব, আর কোনটা করব না বুঝতে পারছি না। আমরা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। আমাদের তো কিছুই জানানো হয়নি। শুনেছি যে, উনি সংসদে বলেছেন।’

চোখের জল মুছে দেবিন্দর সিংয়ের স্ত্রী জানাচ্ছেন, বিদেশমন্ত্রক বরাবর বলে এসেছে, ‘আমার স্বামী ভালই আছে। বেঁচে আছে। তাহলে কেন এমন হল?’ অপরদিকে আর এক নিহতের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তাঁদের শুধু জানানো হয়েছিল সন্ত্রাসীরা অপহরণ করেছে ভারতীয়দের। এর বেশি তাঁরা কিছু জানতেন না, জানানোও হয়নি।

বিনা মেঘে বজ্রপাতের মতোই এসেছে এ খবর। সংসদে তা পেশ করার সঙ্গে সঙ্গেই তুমুল হট্টগোল শুরু হয়েছে। পাশাপাশি বিদেশমন্ত্রকের ব্যর্থতা নিয়ে কোমর বেঁধে নামছে বিরোধীরাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement