Advertisement
Advertisement

উত্তরপ্রদেশের নির্বাচনে খরচ হয়েছে ৫৫০০ কোটি টাকা, জানাল সমীক্ষা

শুধুমাত্র ভোট কিনতে খরচ করা হয়েছে ১০০০ কোটি টাকা।

Whooping Rs 5500 crore spent by political parties to capture UP polls
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 17, 2017 3:13 pm
  • Updated:March 17, 2017 3:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন শেষ। রাহুল-অখিলেশ জোট ও বসপা নেত্রী মায়াবতীর বাধা অতিক্রম করে বিরাট ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। কয়েকদিনের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করবে তাঁরা। এর মধ্যেই অবশ্য সামনে এসেছে আরও একটি তথ্য। সিএমএস ইন্ডিয়া নামে এক সংস্থার ভোটের আগে ও পরে করা সমীক্ষায় জানা গিয়েছে, উত্তরপ্রদেশে নির্বাচন জিততে প্রায় ৫৫০০ কোটি টাকা খরচ করেছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে শুধুমাত্র ভোট কিনতে খরচ করা হয়েছে ১০০০ কোটি টাকা।

[অজিদের রানের পাহাড়ের জবাব দিচ্ছে বিরাটবাহিনী]

নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী একজন প্রার্থী ভোটে ২৫ লক্ষ টাকা খরচ করতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খরচের অঙ্কটা কমিশনের নির্ধারিত টাকার থেকে অনেক বেশি হয়ে যায়। সব মিলিয়ে কমপক্ষে ৬০০ থেকে ৯০০ কোটি টাকায় দাঁড়ায়। সমীক্ষায় দেখা গিয়েছে, উত্তরপ্রদেশে ভোটপ্রতি ৭৫০ টাকা খরচ হয়েছে, যা গোটা ভারতে সর্বোচ্চ। লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকেই প্রায় ৩০০ কোটির ওপর টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। সেটাই বজায় থেকেছে চলতি বছরে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে। ‘শুধুমাত্র ভোটারদের প্রভাবিত করতেই দেওয়া হয়েছে ১০০০ কোটি টাকা।’ শুধু তাই নয়, সেখানকার ৫৫ শতাংশ মানুষই জানেন, বিধানসভা নির্বাচনের সময় বা গত লোকসভা নির্বাচনে কে বা কারা ভোট দেওয়ার জন্য টাকা নিয়েছে।

Advertisement

[কিম রাজার দেশের এই ৭ নিয়ম জানলে কেঁপে উঠবেন আপনিও]

সমীক্ষায় জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের পর ভোটের জন্য খরচ আরও বেড়েছে। যেসব জায়গায় লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে সেখানে ভোটার সংখ্যা এবং ভোটে তাঁদের ভূমিকার ওপর নির্ভর করে ৫০০ থেকে ২০০০ টাকার ব্যবহার হয়েছে। অনেকেই বলেছেন, চলতি বছরের উত্তরপ্রদেশ নির্বাচনে অন্যান্যবারের তুলনায় প্রার্থীরা অনেক বেশি খরচ করেছেন। আর এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে, নোট বাতিলের পরেও কীভাবে এতটাকা খরচ হয়েছে? আর প্রশাসনই বা কেন কোনও পদক্ষেপ করেনি?

[ফের বড় পর্দায় ফিরছে ‘থ্রি ইডিয়টস’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement