ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের বাজারে আচ্ছে দিনের স্বপ্ন বোনা হলেও বাস্তবে বাজারে ব্যাপক মূল্যবৃদ্ধির জেরে নাকানি চোবানি খাচ্ছে আম জনতা। এরইমাঝে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর রিপোর্ট। যেখানে দাবি করা হচ্ছে, এপ্রিলে বিগত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে দেশের মূল্যবৃদ্ধি (Wholesale inflation)। আলু-পিঁয়াজের মতো নিত্যব্যবহার্য সাধারণ সবজির দামও ৭২ শতাংশ ও ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশের পাইকারি মূল্যবৃদ্ধির হার গত ১ বছরে বেড়ে ১.৩ শতাংশে পৌঁছেছে। রিপোর্ট অনুযায়ী, গত ২০২৩ সালের এপ্রিল মাসের তুলনায় ২০২৪ সালের এপ্রিলে এই পাইকারি মূল্যবৃদ্ধির হার ১.৩ শতাংশ বেড়েছে। এর আগে মার্চ মাসে দেশের পাইকারি মূল্যবৃদ্ধির হার ০.৫ শতাংশ বেড়েছিল। এর আগে গতবছর এপ্রিলে পাইকারি মূল্যবৃদ্ধি ০.৮ শতাংশ কমেছিল। দাবি করা হচ্ছে, অপরিশোধিত জ্বালানি তেল, গ্যাস, খাদ্যপণ্য এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির জেরেই এপ্রিল মাসে এই পাইকারি মূল্যস্ফীতির হার এতটা চড়েছে।
এদিকে চলতি অর্থবর্ষে ভারতে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস আগের ৬.৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭.২ শতাংশ করল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। চলতি অর্থবর্ষে গোটা বিশ্বের অর্থনীতিই গতি পাবে বলে অনুমান তাদের, আর তার মধ্যে ৬০ শতাংশের অবদানই থাকবে এশিয়ার, বলছে আইএমএফ। গোটা বিশ্বের অর্থনীতির মধ্যে দ্রুত উপরে উঠে আসার দৌড়ে রয়েছে ভারত। চলতি অর্থবর্ষে এই দৌড়ে এক নম্বরে থাকার সম্ভাবনাও রয়েছে ভারতেরই, বলছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ।
সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওকামুরা জানিয়েছেন, চলতি বছরেও গোটা বিশ্বের অর্থনীতির চালিকাশক্তি হিসাবে এগিয়ে রয়েছে এশিয়ার দেশগুলিই। সারা বিশ্বের অর্থনীতিতে ৬০ শতাংশ অবদান থাকবে তাদেরই। এবং প্রথমে থাকবে ভারত। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভারতের জিডিপির পূর্বাভাস বৃদ্ধি করে ৭.২ শতাংশ করার কথাও ঘোষণা করেছেন তিনি। মানুষের মধ্যে ক্রয়ের প্রবণতা এবং ক্ষমতা দুটোই বৃদ্ধি পেয়েছে যাকে খুবই ইতিবাচক বলে মনে করছে আইএমএফ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.