Advertisement
Advertisement

Breaking News

BJP

মোদির পরে বিজেপির মুখ কে? সমীক্ষায় উঠে এল তিন নাম

৭৩ বছরের মোদি আর কতদিন মসনদে? মোদি দেশের জনপ্রিয়তম নেতা হলেও বিজেপির নজরকাড়া সাফল্যের অন্যতম দাবিদার ‘চাণক্য’ শাহ। তাঁর নেতৃত্বেই ভারতীয় রাজনীতিতে গেরুয়া শিবিরের উত্থান। অন্যদিকে হিন্দুত্ববাদী দাবাং নেতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন যোগী।

Who is next face of bjp after PM Narendra Modi | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 11, 2024 5:49 pm
  • Updated:February 11, 2024 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি লোকসভায় দাঁড়িয়ে রামের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) তুলনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যদিও ‘রাম’ শব্দটি উচ্চারণ করেননি মুখে। শাহ বলেন, তিনি ‘সর্বগুণসম্পন্ন’, ‘প্রজাবৎসল’, ‘বীর’ এবং ‘সুশাসক’। বলা বাহুল্য আসন্ন লোকসভা ভোটে মোদি-করিস্মাকে সামনে রেখেই ভোটযুদ্ধে জয়ের খোঁজে বিজেপি। তথাপি দলের মধ্যেই প্রশ্ন উঠছে, ৭৩ বছরের মোদি আর কতদিন মসনদে? ‘রাম’ তো হল। ‘লক্ষ্মণ’ কে? মোদির পরে বিজেপির (BJP) মুখ কে হবেন? সম্প্রতি এই বিষয়ে দেশের আমজনতার মত নেওয়া হয় একটি সমীক্ষায়। কী বলছে সেই সমীক্ষা?

‘মুড অব দ্য নেশনে’র সমীক্ষায় দাবি করা হয়েছে, সবচেয়ে বেশি ২৯ শতাংশ মানুষ মোদির বিকল্প হিসেবে অমিত শাহকে পছন্দ করছেন। অন্য দিকে মোদির বিকল্প হিসেবে ২৫ শতাংশের পছন্দ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। নাগপুরের সাংসদ কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়িকে পছন্দ ১৬ শতাংশ মানুষের। ‘মুড অব দ্য নেশন’ এই সমীক্ষা চালিয়েছে দেশের সবকটি লোকসভা আসনে। মতামত নেওয়া হয়েছে ৩৫ হাজার ৮০১ জনের। ১৫ ডিসেম্বর ২০২৩ থেকে ২৮ জানুয়ারি ২০২৪-এর মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে।

Advertisement

 

[আরও পড়ুন: সন্দেশখালিতে অশান্তি, বাঁশদ্রোণী থেকে গ্রেপ্তার প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার]

উল্লেখ্য, মোদি দেশের জনপ্রিয়তম নেতা হলেও বিজেপির নজরকাড়া সাফল্যের অন্যতম দাবিদার ‘চাণক্য’ শাহ। তাঁর নেতৃত্বেই ভারতীয় রাজনীতিতে গেরুয়া শিবিরের উত্থান। অন্যদিকে হিন্দুত্ববাদী দাবাং নেতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন যোগী। এদিকে দলের ভিতরে মুস্কিল আসান হিসেবে পরিচিত গড়কড়ি। এই তিন জনের মধ্যে কেউ কি মোদির জুতোতো পা গলাবেন ভবিষ্যতে? প্রধানমন্ত্রী হিসেবে কে সবচেয়ে উপযুক্ত? উত্তর দেবে সময়। তবে ২০২৪-এর ভোটে জিতলে মোদিই যে ফিরবেন কুর্সিতে, তা একপ্রকার নিশ্চিত। সেক্ষেত্রে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ডকে স্পর্শ করবেন নমো। 

 

[আরও পড়ুন: নজরে CAA, রাজ্যসভায় তৃণমূলের মতুয়া প্রার্থী মমতাবালা ঠাকুর, নতুন কারা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement