Advertisement
Advertisement

Breaking News

NCERT

সিলেবাস থেকে বাদ গান্ধীহত্যা থেকে আরএসএসের নিষিদ্ধ হওয়া! বিজেপিকে তোপ কংগ্রেসের

বিজেপি চায় ইতিহাসটা ২০১৪ থেকে শুরু হোক, বক্তব্য কপিল সিব্বলের।

Whitewashing with a vengeance: Cong over deletions from NCERT | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 5, 2023 6:33 pm
  • Updated:April 5, 2023 6:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: NCERT’র সিলেবাসে ইতিহাসের বাছাই করা অংশ বাদ দেওয়া নিয়ে এবার সরব কংগ্রেস। তাদের অভিযোগ, বিজেপি (BJP) নিজেদের কলঙ্কিত ইতিহাস মুছে ফেলতে চাইছে। স্রেফ প্রতিহিংসার মানসিকতা থেকে সিলেবাসে বাদ দেওয়া হচ্ছে গান্ধী হত্যা থেকে আম্বেদকরের অবদান।

আসলে সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, NCERT’র তত্তাবধানে স্কুলের পাঠ্যক্রম থেকে ইতিহাসের বাছাই করা অংশ স্রেফ বাদ দিয়ে দেওয়া হচ্ছে। মুঘল যুগের ইতিহাস পাঠক্রম থেকে বাদ পড়ার পর কোপ পড়েছে আরএসএস-কে নিষিদ্ধ করার অধ্যায়েও। গান্ধীহত্যার পরে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর দায়ে যে সংঘকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই তথ্য দ্বাদশ শ্রেণির পাঠ্য বই থেকে মুছে ফেলেছে NCERT।

Advertisement

[আরও পড়ুন: পরকীয়া সম্পর্কে জড়িয়েছে ভাই, দাদাকে জীবন্ত পুড়িয়ে মেরে ‘শাস্তি’ মহিলার পরিবারের]

বস্তুত ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীর হত্যার পর সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো সংগঠনগুলিকে নিষিদ্ধ করার কথা ভাবে সরকার। ফলে এই সময়েই নিষিদ্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ১৫ বছরের বেশি সময় ধরে এই সময়পর্বের কথা নথিবদ্ধ ছিল দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের স্কুলপাঠ্য বইগুলিতে। কিন্তু এনসিইআরটি’র বই থেকে এবার এই অংশ বাদ দেওয়া হয়েছে বলেই খবর। এমনকি দ্বাদশ শ্রেণির ইতিহাস বই থেকে নাথুরাম গডসে-র সম্পূর্ণ পরিচয়ও উড়ে গিয়েছে রাতারাতি। গডসে যে পুনের ব্রাহ্মণ ছিলেন, তাঁর কাজে ও কথায় মুসলিমবিদ্বেষের ছাপ পাওয়া যায়, এবং তিনি একটি গোঁড়া হিন্দুত্ববাদী সংবাদপত্র সম্পাদনা করতেন যেখানে গান্ধীর (Mahatma Gandhi) প্রতি কড়া আক্রমণ শানানো হয়েছিল, এই সব তথ্যই বাদ পড়েছে বই থেকে, অভিযোগ এমনটাই।

[আরও পড়ুন: গালওয়ানের পর চিনকে ক্লিনচিট দেওয়ার ফল ভুগছে দেশ! অরুণাচল নিয়ে মোদিকে তোপ কংগ্রেসের]

কংগ্রেস (Congress) বলছে, “প্রতিহিংসা মানসিকতা থেকে ইতিহাস মুছে দিচ্ছে RSS। এতেই বর্তমান শাসকের আসল মানসিকতা বোঝা যায়। ওরা শুধু গান্ধীকে আক্রমণ করছে তাই নয়, ওরা দলিতদেরও ছাড়েনি। আম্বেদকরকেও ছাড়েনি।” প্রাক্তন কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল বলছেন, “মোদিজি এক্কেবারে ধারাবাহিক। ইতিহাসটা ওরা ২০১৪ সাল থেকেই শুরু করতে চায়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement