Advertisement
Advertisement

Breaking News

Dear

কাজিরাঙায় দেখা মিলল বিরল সাদা হরিণের, ভাইরাল ভিডিও

সাদা হরিণের ভিডিও টুইটারে পোস্ট করে কাজিরাঙা কর্তৃপক্ষ।

White albino hog deer spotted at kaziranga national park | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 21, 2021 9:03 pm
  • Updated:December 21, 2021 9:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ বছর পর বাঘের দেখা মিলেছে বক্সা জঙ্গলে (Buxar Tiger Reserve Forest)। তা নিয়ে এখনও হইচই চলছে। এবার বিরল সাদা হরিণের দেখা মিলল কাজিরাঙায়। অসমের কাজিরাঙা ন্যাশানাল পার্ক (Kaziranga National Park) এমনিতে গোটা বিশ্বের ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের পর্যটনস্থল। এই সংরক্ষিত অরণ্য আলাদা করে বিখ্যাত একশৃঙ্গ গণ্ডারের জন্য। সেখানেই দেখা মিলল বিরল সাদা হরিণের। যার পোশাকি নাম আলবিনো হগ ডিয়ার (Albino Hog Deer)।

বিরল সাদা হরিণটি সকলের নজরে আসে একটি ভিডিও প্রকাশ্যে আসায়। গত ১৬ ডিসেম্বরে কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান টাইগার রিজার্ভ-এর টুইটার পেজে ওই ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওটিতে চেনা রঙের আলবিনো হগ ডিয়ারের সঙ্গে সাদা রঙের আলবিনো হগ ডিয়ারটিকেও দেখা যায়। দুটি হরিণ একসঙ্গে জঙ্গল থেকে বেরিয়ে উঁচু ঘাস পেরিয়ে এগিয়ে আসছিল রাস্তার দিকে।

Advertisement

[আরও পড়ুন: বাঘ ক্যামেরাবন্দি হওয়ার পরেরদিনই বক্সায় বন্ধ জঙ্গল সাফারি, মনখারাপ পর্যটকদের]

বিশেষজ্ঞদের বক্তব্য, সম্পূর্ণ সাদা বাঘের মতোই সম্পূর্ণ সাদা হরিণও বাস্তবিক বিরল। আবার এই গায়ের রঙের কারণেই বিপদে পড়ে এরা। জঙ্গলের গাছ-পাতার আড়ালে লুকিয়ে থাকা কঠিন হয়ে পড়ে। কমে যায় আত্মরক্ষার উপায়। ফলে সহজেই বাঘ বা অন্য বড় জন্তুর চোখে পড়ে যেতে পারে।

ইতিমধ্যে কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান টাইগার রিজার্ভ-এর এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে শেয়ার করেছেন। সকলেই সাদা হরিণ দেখে খুশি। একজন লিখেছেন, সাদা হরিণ দেখতে জানুয়ারি মাসেই যাচ্ছি কাজিরাঙায়। কাজিরাঙা পার্ক কর্তৃপক্ষও মনে করছে, সাদা হরিণ দেখতে পর্যটকের ভিড় বাড়বে চলতি শীতের মরসুমে।

[আরও পড়ুন: লোকালয়ে ফের বাঘের হানা, বেড়াতে গিয়েও আতঙ্কে হোটেলবন্দি সুন্দরবনের পর্যটকরা]

প্রসঙ্গত, ১৯৯৮ সালে বক্সা ব্যাঘ্র প্রকল্পে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছিল। তারপর দীর্ঘ সময় ধরে তাকে দেখা যায়নি। ফলে বক্সায় তার অস্তিত্ব নিয়েই সংশয় তৈরি হয়েছিল। সম্প্রতি ২৩ বছর পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে হলুদ-কালো ডোরাকাটা প্রাণীটির দর্শন পান পর্যটকরা। তাঁদের ক্যামেরায় ধরা দেয় দক্ষিণরায়। যদিও এরপরেই ওই অরণ্যে জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়া হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement