Advertisement
Advertisement

Breaking News

G20 Summit

শুরু কাউন্টডাউন, জি-২০তে আসবেন কোন কোন হেভিওয়েট, থাকছেন না কারা?

রাষ্ট্রপ্রধানদের নিয়ে বসতে চলেছে চাঁদের হাট।

Which world leader will attend, who has opted out from G-20 Summit। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 5, 2023 5:08 pm
  • Updated:September 5, 2023 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাউন্টডাউন শুরু জি-২০ শীর্ষ সম্মেলনের। এবারের এই আন্তর্জাতিক সামিটের আয়োজক দেশ ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে বসতে চলেছে চাঁদের হাট। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী। এই মহাসম্মেলনে যোগ দিতে আসা অতিথিদের তালিকা যেমন দীর্ঘ তেমনই এই মঞ্চে প্রধানমন্ত্রী মোদির পাশে দেখা যাবে না কয়েকজন রাষ্ট্রনেতাকেও। দেখা নেওয়া যাক কোন কোন রাষ্ট্রপ্রধান আসবেন, কারা আসবেন না।  

জি-২০ (G20 Summit)  শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৭ সেপ্টেম্বর ভারতে আসার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তাৎপর্যপূর্ণ ভাবে, জি-২০ সামিটের আগেই আলোচনায় বসার কথা বাইডেন ও মোদির। ঐতিহাসিক এই দ্বিপাক্ষিক বৈঠকে নজর রয়েছে সকলের। তবে মঙ্গলবার সকালেই হোয়াইট হাউস সূত্রে খবর মিলেছে করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। তবে মার্কিন প্রেসিডেন্টের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু এই সপ্তাহে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। ফলে বাইডেনের সফর ঘিরে দেখা দিয়েছে সংশয়। 

Advertisement

[আরও পড়ুন: জি২০ সম্মেলনে বিশ্বকে স্বাগত জানাবে ২৮ ফুট উচ্চতার নটরাজ!]

চলতি সপ্তাহে ভারতে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী পদে বসার পর এটি প্রথম ভারত সফর সুনাকের। থাকছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ। উপস্থিত থাকবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইও, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সম্ভাবনা রয়েছে ম্যাক্রোঁ-মোদি দ্বিপাক্ষিক বৈঠকের। আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামিটের ফাঁকেই বৈঠকে বসার কথা রয়েছে মোদি-হাসিনার। আসছেন জামাল খাশোগ্গি হত্য়ায় অভিযুক্ত সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। আসবেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলা টিনুবু। 

অন্যদিকে, বহু চর্চিত এই মহাসম্মেলনে থাকছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর বদলে ভারতে আসছেন চিনের প্রিমিয়ার লি কিয়াং। মোদি-শি-বাইডেনকে একই মঞ্চে দেখতে মুখিয়ে ছিল গোটা বিশ্ব। জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট নিজেই ফোন করে প্রধানমন্ত্রী মোদিকে নিজের না আসার কথা জানিয়েছেন। তাঁর বদলে এই সামিটে থাকবেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তবে সশরীরে হাজির না থাকলেও বন্ধু ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন পুতিন। থাকবেন না মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর। থাকছেন না ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও। একই সঙ্গে জি-২০ সম্মেলনে আসা বা না আসা নিয়ে কোনও তথ্য দেননি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো।

উল্লেখ্য, ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত হতে চলা জি-২০ সম্মেলনে আলোচনা হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, আবহাওয়া পরিবর্তন, খাদ্য সুরক্ষা প্রভৃতি বিষয় অন্যতম। এই মহাসম্মেলনের জন্য নবরূপে সেজে উঠছে নয়াদিল্লি। ইতিমধ্যে, অভ্যাগতদের স্বাগত জানাতে ২৮ ফুট দীর্ঘ এক নটরাজের মূর্তি বসানো হচ্ছে ভারত মণ্ডপমে, যেখানে বৈঠক আয়োজিত হবে। চলছে একেবারে শেষ মুহূর্তের কাজ। মনে করা হচ্ছে, এটাই বিশ্বের দীর্ঘতম নটরাজ মূর্তি। সবমিলিয়ে, জি-২০ নিয়ে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ।

[আরও পড়ুন: বদলে যাচ্ছে দেশের নাম! রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে INDIA-র পরিবর্তে BHARAT, তুঙ্গে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement