Advertisement
Advertisement
no-trust motion

২০২৩ সালে অনাস্থা প্রস্তাব আনবে বিরোধীরা, চার বছর আগেই জানতেন মোদি!

দেখুন মোদির সেই পুরনো ভিডিও।

When PM Modi 'predicted' no-trust motion in 2023 in 2019 speech | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 26, 2023 2:28 pm
  • Updated:July 26, 2023 2:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের বিরুদ্ধে দ্বিতীয়বার অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা। INDIA জোট গঠিত হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে যেভাবে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধী শিবির, সেটা নিয়ে আপাতত রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। সরকার ফেলার ধারেকাছে না থাকা সত্ত্বেও কেন এই অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা, সেসব নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

এসবের মধ্যে মজার কথা হল, তাঁর সরকারের বিরুদ্ধে যে অনাস্থা আসতে পারে, সেটা বোধহয় আগে থেকেই জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কারণে সেই ২০১৯ সালেই বিরোধী শিবিরকে তিনি শুভেচ্ছা জানিয়ে দিয়েছিলেন, ২০২৩ সালে অনাস্থা প্রস্তাব আনার জন্য। অর্থাৎ চার বছর আগেই মোদি আন্দাজ করতে পেরেছিলেন তাঁর সরকার পুনর্নির্বাচিত হলে ফের অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধীরা। প্রধানমন্ত্রীর পুরনো ভিডিও টুইট করে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।

[আরও পড়ুন: ডেটিং অ্যাপে আলাপ, হোটেলে ডেকে তরুণীকে ধর্ষণ ‘প্রেমিকের’]

আসলে ২০১৯ সালে চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। সেই প্রস্তাবে বিস্তারিত আলোচনা হয়নি। প্রত্যাশিতভাবে সরকারকে টলানোও যায়নি। সেই অনাস্থা প্রস্তাব নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,’আপনাদের আজই শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা এত প্রস্তুতি নিন, এত প্রস্তুতি নিন যাতে ২০২৩ সালে ফের আপনাদের কাছে অনাস্থা প্রস্তাব আনার সুযোগ আসে।’

[আরও পড়ুন: লোকসভায় হাতছাড়া হতে পারে বাংলার ৩ আসন, আরও পাঁচে জয় নিয়ে সংশয়! চিন্তায় কেন্দ্রীয় BJP]

২০১৮ সালে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ২০২৩ সালে অনাস্থা প্রস্তাবের ভবিষ্যদ্বাণী করেছিলেন। অর্থাৎ ২০১৯ লোকসভার (Lok Sabha 2019) গণ্ডি যে তিনি অনায়াসে টপকে যাবেন, সেটাও সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। অবশ্য বিরোধী বেঞ্চ থেকে সেজন্য কটাক্ষও উড়ে এসেছিল। বর্তমান কংগ্রেস সভাপতি তথা তৎকালীন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলে দিয়েছিলেন, এটা অহংকারের কথা। যার জবাবে মোদি সেদিন বলেন,”এটা অহংকার নয়, মানুষের প্রতি সমর্পণ। অহংকারের ফল হল কংগ্রেসের (Congress) ৪০০ থেকে ৪০-এ নেমে আসা। আর সেবা এবং সমর্পণের ফলাফল হল বিজেপির ২ থেকে ক্ষমতা দখল করা।” ২০১৮ সালে মোদি যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেটা প্রায় অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। এখন দেখার এবারের অনাস্থা প্রস্তাবে আলোচনার সময় প্রধানমন্ত্রী এই ধরনের কোনও ভবিষ্যদ্বাণী করেন কিনা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement