Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

উর্মিলাকে ‘পর্নস্টার’ বলেছিলেন কঙ্গনা! পুরনো ভিডিও শেয়ার করে তোপ কংগ্রেস নেতার

এক সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে কথাটি বলেছিলেন কঙ্গনা।

When Kangana Ranaut said this about Urmila Matondkar
Published by: Suparna Majumder
  • Posted:March 26, 2024 2:29 pm
  • Updated:March 26, 2024 2:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের ময়দানে কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আর তাতেই সরগরম রাজ্য-রাজনীতি। মাণ্ডি থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন বলিউড অভিনেত্রী। এর খবর প্রকাশ্যে আসতে না আসতেই তাঁকে ‘যৌনকর্মী’র সঙ্গে তুলনা করার অভিযোগ ওঠে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথের বিরুদ্ধে। আর তাতেই তুমুল চাঞ্চল্য। সুপ্রিয়ার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়ে যৌনকর্মীদেরও সম্মান দেওয়ার কথা বলেছিলেন কঙ্গনা। এবার অভিনেত্রীর পুরনো ভিডিও শেয়ার করে তোপ দাগলেন কংগ্রেস নেতা শ্রীনিবাস ভদ্রবতী ভেঙ্কট (Srinivas Bhadravathi Venkata)। ভিডিওতে সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে উর্মিলা মাতন্ডকরকে সফট পর্নস্টার বলেছিলেন কঙ্গনা।

Kangana
ফাইল চিত্র

কঙ্গনার একটি খোলামেলা পোশাক পরা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সুপ্রিয়া শ্রীনাথ। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘মান্ডিতে কী দাম চলছে এখন একটু বলবেন?’ এতেই ক্ষিপ্ত হন কঙ্গনার অনুরাগীরা। কংগ্রেস নেত্রী বলিউডের ‘ক্যুইন’কে যৌনকর্মী বলে কটাক্ষ করেছেন, এমনই অভিযোগ তাঁদের। কঙ্গনাও সোশাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অভিনীত কয়েকটি চরিত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে লেখেন, “গালিগালাজ করার জন্য যৌনকর্মীদের কথা না টানাই ভালো। প্রতিটা নারীর মর্যাদা প্রাপ্য।”

Advertisement

Kangana-Insta-Post

[আরও পড়ুন: আবির চট্টোপাধ্যায়ের মেয়ের ছবি প্রকাশ্যে, বাবা-মায়ের সঙ্গে হাসিমুখে পোজ ময়ূরাক্ষীর]

এই প্রেক্ষিতেই কঙ্গনার পুরনো ভিডিও শেয়ার করেন শ্রীনিবাস। ভিডিওতে এক সংবাদমাধ্যমে কঙ্গনাকে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। অভিনেত্রী বলছেন, “উর্মিলা মাতন্ডকর একজন সফট পর্নস্টার। আমি জানি এটা অত্যন্ত অমার্জিত, কিন্তু আমার প্রশ্ন, তিনি তো অভিনয়ের জন্য পরিচিত নন, তাহলে তাঁর পরিচিতি কীসে, সফট পর্নের জন্য, তাইনা? তিনি যদি টিকিট পেতে পারেন তাহলে আমি কেন নয়?”

এই ভিডিওর ক্যাপশনে শ্রীনিবাস লেখেন, “সুপ্রিয়াজি যে মন্তব্য করেছেন তা অবশ্যই নিন্দার। তিনি শুধু সেই মন্তব্যটি ডিলিটই করেননি সাফাই দিয়েছেন এবং ভীষণভাবে এমন ঘটনার নিন্দা করেছেন। আর আপনি (কঙ্গনা)? টেলিভিশনের লাইভ শোতে উর্মিলা মাতন্ডকরকে সফট পর্নস্টার বলেছিলেন। আপনি এর নিন্দা করেছেন?”

Srinivas Tweet

উল্লেখ্য, সুপ্রিয়া ইতিমধ্যেই দাবি করেছেন, যে ‘X’ অ্যাকাউন্ট থেকে কঙ্গনা সম্পর্কিত মন্তব্যটি করা হয়েছিল সেটি তাঁর নয়, বরং একটি প্যারোডি অর্থাৎ ভুয়ো অ্যাকাউন্ট থেকে করা হয়। তিনি ইতিমধ্যেই ‘X’ হ্যান্ডেলে তা নিয়ে রিপোর্ট করেছেন। আর মেটা অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যটি এমন কেউ করেছিলেন যাঁর কাছে তাঁর সেই মেটা অ্যাকাউন্টের তথ্য আছে। বিষয়টি সুপ্রিয়ার চোখে যখন পড়ে, তখনই তিনি ডিলিট করে দেন। কিন্তু কঙ্গনা বোধহয় তা সহজে মানবেন না। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, মান্ডি সারা বিশ্বে ছোট কাশী হিসেবে পরিচিত। সেই জায়গার মানুষ এমন কথায় চূড়ান্ত হতাশ। আর তিনি আগে দিল্লি গিয়ে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন, তার পর কোনও সিদ্ধান্ত নেবেন।

 

[আরও পড়ুন: মাইনাস ৬ ডিগ্রিতেও ‘ফেলুদা’র বেশে টোটা, হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে কীভাবে মোকাবিলা করছেন? ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement