Advertisement
Advertisement

Breaking News

হোয়াটসঅ্যাপে ম্যাকডি-র বিশেষ অফার পেয়েছেন?

আরও স্পষ্ট করে বলা যাক৷ এটি আসলে একটি স্প্যাম মেসেজ৷ হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপ বা বন্ধুর থেকে এই মেসেজটি পেতে পারেন৷ মেসেজের সঙ্গে একটি লিঙ্ক যোগ করা থাকবে৷ সঙ্গে লেখা থাকবে সেই লিঙ্কে গিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর দিন৷ লিঙ্কটি ক্লিক করলেই নতুন একটি পেজে পৌঁছে যাবেন৷

WhatsApp message about free Rs 900 McDonalds coupons is a fake
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2016 5:41 pm
  • Updated:June 29, 2019 4:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে নিজেদের ২১ তম জন্মদিন পালন করছে ‘ম্যাকডোনাল্ড’৷ সেলিব্রেশনে সামিল হতে পারেন আপনিও! কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিন আর জিতে নিন ম্যাকডোনাল্ডের ৯০০ টাকার কুপন৷ হোয়াটসঅ্যাপ থেকে এমন কোনও মেসেজ পেয়েছেন কি? পেয়ে থাকলে বিশ্বাস করবেন না৷ কারণ মেসেজটি মিথ্যে৷

3406bbe6ce2c9383870fe6366c9f13fed7f1ce19-tc-img-preview
আরও স্পষ্ট করে বলা যাক৷ এটি আসলে একটি স্প্যাম মেসেজ৷ হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপ বা বন্ধুর থেকে এই মেসেজটি পেতে পারেন৷ মেসেজের সঙ্গে একটি লিঙ্ক যোগ করা থাকবে৷ সঙ্গে লেখা থাকবে সেই লিঙ্কে গিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর দিন৷ লিঙ্কটি ক্লিক করলেই নতুন একটি পেজে পৌঁছে যাবেন৷ পরপর কয়েকটি প্রশ্নের উত্তর দিতে দিতেই আপনাকে লিঙ্কটি আরও ১০ জনকে পাঠাতে অনুরোধ করা হবে৷ ১০ জনকে মেসেজটি পাঠালে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হবে৷ সেটি ডাউনলোড করে রেজিস্টার করলেই নাকি আপনি পেয়ে যাবেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুড চেনে খাওয়ার ৯০০ টাকার কুপন৷ আসলে তেমনটা হবে না৷ বরং আপনি ওই অ্যাপটি ফোনে ইনস্টল করলেই আপনার ফোনের যাবতীয় খুঁটিনাটি অন্যেরা জেনে নেবেন৷ খাবারের কুপন তো পাবেনই না, অকারণ ডেটাও নষ্ট হবে৷

Advertisement

023b364437c8de71366053b09e8282e05d7d9aa7-tc-img-preview
আসলে ওই অ্যাপটিতে আপনি যত সময় কাটাবেন ততই সেই কোম্পানি লাভবান হবে৷ সুতরাং এই স্প্যাম মেসেজ দেখলেই ডিলিট করে দিন! বন্ধুরাও যাতে ফাঁদে পা না দেন, তার জন্য সতর্ক করে দিন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub