ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিত্ব আইন (CAA) -এর বিরোধিতার জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি তৈরি হয়েছিল। সেগুলিকে ব্যবহার করেই দিল্লিতে অশান্তি ছড়ানো হয়েছিল। বুধবার দিল্লির কারকারডোমা আদালতে জমা দেওয়া ১৭ হাজার ৫০০ পাতার চার্জশিটে এই দাবিই করা হয়েছে পুলিশের স্পেশাল সেলের তরফে।
The charge sheet in Delhi riots case filed today does not have names of Umar Khalid and Sharjeel Imam as accused. As they were arrested a few days ago, their names will be in the supplementary charge sheet. https://t.co/T1TW52yXdg
— ANI (@ANI) September 16, 2020
আদালত সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ১৭ হাজার ৫০০ পাতার ওই চার্জশিটটি দুটি ট্রাঙ্কে করে আদালতে নিয়ে আসে দিল্লি পুলিশ। ওই চার্জশিটের ২৬০০টি পাতায় ১৫ জন অভিযুক্তের বিষয়ে বিশদে বর্ণনা করার পাশাপাশি বাকি পাতাগুলিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হওয়া অশান্তির বিস্তারিত বিবরণ রয়েছে। পাশাপাশি দিল্লি পুলিশের তরফে আরও উল্লেখ করা হয়েছে যে এখনও পর্যন্ত এই বিষয়ে তদন্ত চলছে। এখনও পর্যন্ত যে অভিযুক্তদের নাম ওই চার্জশিটে নেই পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিটে তাদের নাম ঢোকানো হবে।
ওই চার্জশিট আরও উল্লেখ করা হয়েছে, ষড়যন্ত্রকারীরা অশান্তি যুক্ত মানুষদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত। সেলিমপুর ও জাফরাবাদে ভয়ানক অশান্তি ছড়ানোর জন্য দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ( WhatsApp Group) -কে কাজে লাগানোর প্রমাণও পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত দু তরফে ২৫টি করে হোয়াটসগ্রুপ এই অশান্তি লাগানোর কাজে সাহায্য করেছিল বলে তদন্ত জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আজকে আদালতে জমা দেওয়া চার্জশিট নাম নেই দিল্লি হিংসার (Delhi Violence) মামলায় গ্রেপ্তার হওয়া জেএনইউয়ের ছাত্রনেতা উমর খালিদ ও সার্জিল ইমামের। অতিরিক্ত চার্জশিট তাঁদের নাম থাকবে বলে জানা গিয়েছে দিল্লি পুলিশ সূত্রে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.