সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা অন্য একজনের মেসেজ ফরওয়ার্ড করার অভিযোগে পাঁচ মাস ধরে জেল বন্দি এক যুবক৷ ধৃত ওই যুবকের বাড়ি মধ্যপ্রদেশের রাজগড়ের তালেন শহরে৷ পরিবারের দাবি, ওই হোয়াটসঅ্যাপের গ্রুপের অ্যাডমিন ছিলেন না বছর একুশের জুনেদ৷ আসল অ্যাডমিন গ্রুপ ছেড়ে বেড়িয়ে যাওয়ার পরই ‘ডিফল্ট অ্যাডমিন’ হয়ে যায় ওই যুবক৷ যদিও পুলিশের দাবি, হোয়াটসঅ্যাপে অত্যন্ত উস্কানিমূলক মেসেজ ফরওয়ার্ড করার সময় জুনেদ-ই গ্রুপ অ্যাডমিন ছিল৷
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকজন তালেন থানায় অত্যন্ত উস্কানিমূলক মেসেজ ফরওয়ার্ডের অভিযোগ দায়ের করেন৷ পুলিশ তদন্তে নামতেই ইরফান নামে এক যুবকের নাম সামনে আসে৷ যে হোয়াটসঅ্যাপ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, সেই গ্রুপের অ্যাডমিন ছিলেন ইরফান৷ কিন্তু অভিযোগ দায়েরের পরই গ্রুপ ছেড়ে বেড়িয়ে যান ইরফান৷ গ্রুপের নিয়ম অনুযায়ী সেই সময় অ্যাডমিন হয়ে যায় জুনেদ৷ গ্রুপ অ্যাডমিন হওয়ার জেরে বিএসসি-র ছাত্র জুনেদকে ১৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে ১২৪-এ ধারায় মামলা রুজু করা হয়েছে৷
ধৃতের ভাই ফারুক খানের বলেন, ‘‘মিথ্যে অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে জুনেদকে৷ উস্কানিমূলক মেসেজ ছড়ানোর অভিযোগ সামনে আসার সময় ব্যক্তিগত কাজে রতলামে ছিল সে৷’’ জুনেদের পরিবারের আরও দাবি, পুলিশ কিছুতেই তাঁদের কথা শুনছে না৷ জামিন না পাওয়ায় পরীক্ষাও দিতে পারেনি জুনেদ৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরের হেল্পলাইনে ফোন করেও লাভ হয়নি বলে অভিযোগ ধৃতের পরিজনদের৷
যদিও পুলিশের দাবি, গ্রেপ্তারির সময় কোনও কথাই জানাননি জুনেদের পরিজনরা৷ অভিযুক্তকে আদালতে পাঠিয়ে দেওয়ার পর আর কিছুই পুলিশের হাতে থাকে না৷ জুনেদকে জামিন দেওয়া হবে বা ছেড়ে দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র বিচারক৷ ইরফানকেও গ্রেপ্তার করা হয়েছে৷ ইরফান ও জুনেদকে মুখোমুখি বসিয়ে জেরা করেই ঘটনার নিষ্পত্তির চেষ্টা করছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.