সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির সৌজন্য ছাড়িয়ে ফের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বংশপরিচয় জানতে চাইল গেরুয়া শিবির৷ সনিয়ার পর এবার রাহুলের ‘গোত্র’ জানতে চেয়ে খোলা চ্যালেঞ্জ জানালেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র৷ সোমবার মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপির মিছিল শেষে মাইক ফুঁকে রাহুল গান্ধীর জন্ম-পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন সম্বিত৷
এদিন মিছিল শেষে রাজনৈতিক সৌজন্য দূরে সরিয়ে রেখে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র প্রশ্ন তোলেন, ‘‘যদি রাহুল গান্ধী পৈতে পড়েন, তাহলে কোন ধরনের পৈতে তাঁর পড়া উচিত? রাহুল কি বলতে পারবেন, তাঁর গোত্র কী?’’ সোমবার বিজেপির ‘হিন্দুত্ব’ ইস্যুতে ঘুণ ধরাতে রাহুল গান্ধী উজ্জয়িনী মন্দিরে পুজো দেন৷ কংগ্রেস সভাপতির পুজো দেওয়ার প্রসঙ্গে এদিন রাহুলকে আক্রমণ করতে গিয়ে জন্ম-পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন৷ কিন্তু, বিজেপির প্রশ্ন শ্রেণির নেতার মুখ থেকে এমন বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ঝড় উঠতে শুরু করেছে৷
[অমীমাংসিত রাম মন্দির মামলা, পরবর্তী শুনানির দিন ঠিক হবে জানুয়ারিতে]
কিন্তু, হঠাৎ কেন এই মন্তব্য করতে গেলেন বিজেপি নেতা? পর্যবেক্ষক মহলের ধারণা, সামনেই লোকসভা নির্বাচন৷ নির্বাচনের আগে ‘হিন্দু’ ভোট বাক্সের দখল নিতে একের পর এক মন্দির পরিদর্শন করেই চলেছেন রাহুল গান্ধী৷ আর তাতেই আপত্তি বিজেপি শিবিরের৷ পর্যবেক্ষক মহলের ধারণা, লোকসভা ভোটের আগে হিন্দুত্বের জিগির তুলতে কোমর বেঁধেছে বিজেপি৷ রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করে বাজার গরম করার কৌশলও নিয়ে ফেলেছে গেরুয়া শিবির৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির ‘হিন্দুত্বে’র সাজানো বাগানে রাহুল গান্ধীর ‘অনুপ্রবেশ’ ঘিরে গেরুয়া শিবিরের অন্দরেই আতঙ্ক দেখা দিয়েছে৷ আর সেই আতঙ্কেরই সম্বিতের বিতর্কিত এই মন্তব্য বলে অনুমান পর্যবেক্ষক মহলের একাংশের৷
[হিন্দুদের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না, রাম মন্দির ইস্যুতে হুমকি গিরিরাজের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.