Advertisement
Advertisement

বাড়িতে রাখা ৫০০ বা ১০০০ টাকার নোট নিয়ে কী করবেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:আরও পড়ুন:পশ্চিমঘাটের বিস্তীর্ণ জঙ্গল কেটে আস্ত শহর! প্রকাশ্যে বন চুরির চাঞ্চল্যকর রিপোর্টযোগীরাজ্যে ফের এনকাউন্টার, পিলভিটে পুলিশি অভিযানে খতম ৩ খলিস্তানি জঙ্গি Advertisement 8 নভেম্বর  মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট মূল্যহীন হয়ে গেল৷ Advertisement চেক ডিমান্ড ড্রাফট, ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না৷আরও পড়ুন:দেশে ডাক্তারের বড় অভাব! […]

What will happen to the Rs 500 and Rs 1000 Currency notes?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 8, 2016 9:02 pm
  • Updated:November 8, 2016 9:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:

8 নভেম্বর  মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট মূল্যহীন হয়ে গেল৷

Advertisement

চেক ডিমান্ড ড্রাফট, ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না৷

১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পুরনো নোট ব্যাঙ্ক ও পোস্ট অফিসে জমা দেওয়া যাবে৷ আধার কার্ড ও প্যান কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড নিয়ে ব্যাঙ্কে গিয়ে নোট বদলে ফেলা যাবে৷

৯ নভেম্বর সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে কাজের জন্য৷

৯ তারিখ কাজ করবে না কোনও এটিএমও৷ কোনও কোনও জায়গায় ১০নভেম্বরও এটিএম বন্ধ থাকবে৷

এখন কয়েকদিন দিনে সর্বোচ্চ ২০০০ টাকা তোলা যাবে এটিএম থেকে৷

১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত সরকারি হাসপাতাল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট গ্রাহ্য করা হবে৷ একই দিন মধ্যরাত পর্যন্ত রেল, সরকারি বাস, বিমান এবং পেট্রোল পাম্পে  ৫০০ ও ১০০০ টাকা নোট ব্যবহার করা যাবে৷

২০০০ টাকার নোট ও ৫০০ টাকার নোট আবার নতুন করে আসবে বাজারে৷

পর্যটকরা নোট বিমানবন্দরে বদলে নিতে পারবেন৷ আপাতত সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত হাতে পাবেন তাঁরা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement