সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের উদাপন শেষ৷ দেশের সত্তরতম স্বাধীনতা দিবস পালন করতে অনেকেই জাতীয় পতাকা কিনেছেন৷ বাড়িতে বা ক্লাবে তা উত্তোলনও হয়েছে৷ কিন্তু এরপর কী? পতাকা নামিয়ে নেওয়ার পর কী করা উচিত? অনেকেই যত্ন করে তুলে রাখেন৷ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় জাতীয় পতাকার হেলাফেলা হচ্ছে৷ একদিনের পূর্ণ মর্যাদা যেন অন্যদিন অবহেলায় পর্যবসিত না হয়৷
তাহলে কী করবেন জাতীয় পতাকা নিয়ে?
যদি জাতীয় পতাকা আর উত্তোলনের অবস্থায় না থাকে, সেক্ষেত্রে পতাকার জন্য নির্দিষ্ট নিয়মাবলী আছে৷ পতাকা নষ্ট হয়ে গেলে তা পুড়িয়ে ফেলাই নিয়ম, তবে যথাযোগ্য মর্যাদায়৷ পতাকা যেন একটু একটু করে না পোড়ে৷ হাওয়ায় যেন পতাকার পোড়া অংশ কোথাও উড়ে না যায়৷ প্রথমে আগুন জ্বালিয়ে পতাকাকে ত্রিকোণ অবস্থায় ভাঁজ করে আগুনের উপরে ধরতে হবে৷ তবে খেয়াল রাখতে হবে তা যেন মাটিতে না পড়ে৷ নীরবতা পালনের মাধ্যমে পূর্ণ মর্যাদায় তা করা উচিত৷
যদি কোনওভাবে পোড়ানো সম্ভব না হয়, তবে পতাকাকে একটি কাঠের বাক্সে রেখে কবর সমাধিস্থ করা উচিত৷ বাক্সের মধ্যে পতাকাকে ভাঁজ করে রাখতে হবে৷ এবং পতাকা সমাধিস্ত করার সময় নীরবতা পালন করতে হবে৷ সমাধির উপরে কাঠ বা পাথর দিয়ে কোনও চিহ্নও করে রাখা যেতে পারে৷
তবে এই কোড যখন লেখা হয়েছিল, তখন সমস্ত পতাকাই কাপড় দিয়ে তৈরি হত৷ কিন্তু এখন প্লাস্টিক বা ভিনাইলেও জাতীয় পতাকা তৈরি হয়৷ সেক্ষেত্রে এই নিয়ম কীভাবে মানা সম্ভব তা নিয়ে জল্পনা আছে৷ প্লাস্টিক পতাকা নিষিদ্ধ করার বিভিন্ন পরিকল্পনাও নেওয়া হয়েছে৷ তবে প্লাস্টিক, কাগজ বা কাপড়-জাতীয় পতাকা যে উপকরণেই তৈরি হোক না কেন, তা যে খেলনা নয়, যেখানে সেখানে তা যে পড়ে থাকা উচিত নয়, এ খেয়াল রাখা উচিত সমস্ত দেশবাসীরই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.