সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের (Karnataka) কংগ্রেস (Congress) নেতার মেয়েকে খুনের নেপথ্যে কি ‘লাভ জেহাদ’? এই বিতর্কের মধ্যে মুখ খুললেন এমসিএ প্রথম বর্ষের ছাত্রী নেহা হিরেমথের ‘হত্যাকারী’ ফায়াজ খোন্দুনায়েকের মা মুমতাজ। ছেলের হয়ে গোটা কর্নাটকের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমার ছেলে অন্যায় করেছে। এই কাজ যেই করে থাকুক ভুল করেছে।’
কংগ্রেস নেতার মেয়েকে কোপের পর কোপ মেরে খুনের ঘটনা গত বৃহস্পতিবারের। অভিযুক্ত যুবকের সঙ্গে ওই যুবতীর সম্পর্ক ছিল বলে গুঞ্জন। কিন্তু সম্প্রতি তিনি অভিযুক্তকে এড়িয়ে চলছিলেন বলে অভিযোগ। এই ঘটনাকে ‘লাভ জেহাদ’ বলে দাবি করেছেন কন্যাহারা বাবার। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে হাত শিবির। সব মিলিয়ে ২৩ বছরের নেহা হিরেমথের মৃত্যু ঘিরে বিতর্ক তুঙ্গে। ‘লাভ জেহাদে’র অভিযোগ ওঠার পর সরব হয়েছে বিজেপিও (BJP)। যদিও দক্ষিণী রাজ্যের প্রশাসন এই খুনে ‘লাভ জেহাদে’র তত্ত্ব মানতে নারাজ।
এই ঘটনায় ‘লাভ জেহাদে’র অভিযোগ তুলেছেন খোদ নেহার বাবা কংগ্রেস নেতা নিরঞ্জন হিরেমথ। তাঁর দাবি, ফাঁদে ফেলা হয়েছিল মেয়েকে। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ”ওই গ্যাং বহুদিন ধরেই চক্রান্ত করছে। ওরা চেয়েছিল আমার মেয়েকে ফাঁদে ফেলতে কিংবা খুন করতে। আড়ালে শাসাচ্ছিল নিয়মিত। কিন্তু আমার মেয়ে সেসবে পাত্তা দেয়নি।”
এই চাপানউতরের মধ্যে মুখ খুলেছেন অভিযুক্ত ফায়াজের মা মুমতাজ। নৃশংস হত্যাকাণ্ডের জন্য ছেলেকে দায়ী করে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘সন্তানের হয়ে কর্নাটকের সমস্ত মানুষের কাছে ক্ষমা চাইছি। মেয়েটির বাবা-মায়ের কাছেও ক্ষমা প্রার্থনা করছি আমি। ও আমার সন্তানের মতো। জানি নেহার পরিবার কতটা শোকাহত। আমিও সমান দুঃখিত। আমার ছেলে অন্যায় করেছে। এই কাজ যেই করে থাকুক ভুল করেছে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.