Advertisement
Advertisement

Breaking News

মোদির ‘অচ্ছে দিন’-এ সৌন্দর্যের ঢেউ এমএলএ আঙুরলতার

রাজনীতিতে এসেছেন বহু ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী৷ কিন্তু এভাবে সাড়া বোধহয় কেউই ফেলতে পারেননি৷

What Ram Gopal Varma says about BJP MLA Angoorlata Deka
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 24, 2016 2:33 pm
  • Updated:May 24, 2016 2:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : ক’টা দিন আগেও তাঁকে ক’জন লোকই বা চিনতেন! চিনতেন মডেলিং দুনিয়ার কিছু মানুষ৷ চেনা বৃত্তেই ছিলেন পরিচিত৷ কিন্তু এখন তিনি সারা দেশের কাছে সেনসেশন৷ অভিনেত্রী নন, নেত্রী হয়েও সৌন্দর্যে ঢেউ তুলেছেন এমএলএ আঙুরলতা৷

রাজনীতিতে এসেছেন বহু ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী৷ কিন্তু এভাবে সাড়া বোধহয় কেউই ফেলতে পারেননি৷ যেমনটি সাড়া জাগিয়েছেন আঙুরলতা ডেকা৷ বিজেপি ইতিহাস গড়েছে অসমে৷  প্রথমবার কংগ্রেসকে হারিয়ে মসনদে বসেছে বিজেপি৷ আর সেই জয়ের রাজনৈতিক গুরুত্ব যতখানিই হোক না কেন, মুখ হয়ে উঠেছেন আঙুরলতা৷  কথায় বলে সুন্দর মুখের জয় সর্বত্র৷ বিজেপির এই জয়ের মুখও যেন তাই হয়ে উঠেছেন সুন্দরী আঙুরলতা৷

Advertisement

angoorlata-deka5_14639005

কতখানি ঢেউ তুলেছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তাঁর ছবি৷ সাধুবাদ আর সৌন্দর্যের প্রশংসায় ভাসছেন তিনি৷ তবে সবথেকে বড় প্রশংসাটি করে ফেলেছেন রামগোপাল ভর্মা৷

angoorlata-deka8_14639005

রামগোপাল জানিয়েছেন, মোদির ‘অচ্ছে দিন’ এতদিনে সার্থক৷ এমনিতে রাজনীতিতে তাঁর তেমন আগ্রহ নেই৷ তবে বিধায়ক যদি এমন সুন্দরী হন তাহলে রাজনীতিতেও চোখ রাখতে তাঁর যে কোনও আপত্তি নেই, সে কথাই জানিয়েছেন রসিক রামগোপাল৷

angoorlata-deka4_14639005

ছয়জন মহিলা এবার বিজেপির টিকিট পেয়েছিলেন৷ তারমধ্যে জিতেছেন মোটে দু’জন৷ তবে সবাইকে ছাপিয়ে বিজেপির জয়ের মুখপাত্র যেন হয়ে উঠেছেন আঙুরলতাই৷

angoorlata-deka7_14639005

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement